• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

ফাইনালে উঠতে না পেরে বাকযুদ্ধে জড়ালেন বাবর-আফ্রিদি 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৭
ফাইল ছবি

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠবে। সময়ের হিসাবে ২০ দিনেরও কম বাকি থাকায় অংশগ্রহণকারী দলগুলো বিশ্ব জয়ের শেষ প্রস্তুতি নিচ্ছে। এশিয়া মহাদেশের দলগুলো এশিয়া কাপের মঞ্চেই নিজেদের প্রস্তুতি সেরেছে।

যদিও প্রস্তুতিটা খুব ভালো হয়নি চলমান এশিয়া কাপের আয়োজক পাকিস্তানের। টুর্নামেন্টের সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে জয় পেলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও শ্রীলঙ্কার কাছে হেরে ফাইনালের আগেই বিদায় নেয় দলটি। এমন ব্যর্থতার মাঝেই দলের দুই সিনিয়র ক্রিকেটারের তর্কাতর্কিতে দেখা দিয়েছে ফাটল।

পাকিস্তানি গণমাধ্যম 'বোল নিউজ' জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ বলে হেরে যাওয়ায় ক্ষুব্ধ পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ঐ হারটাতে তারা ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। শুধু তাই না, শেষ ম্যাচে ভারতকে হারিয়ে বাংলাদেশ জিতে যাওয়ায় সুপার ফোরের পয়েন্ট তালিকার তলানীতে নেমেছে তারা।

তবে তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারায় ড্রেসিংরুমে মেজাজ হারিয়ে ফেলেছিলেন বাবর। টিম মিটিংয়ে তিনি দলের সবার উদ্দেশ্যে কথা বলছিলেন। সেখানেই তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি কথার পিঠে কথা বলাতেই ক্ষেপে যান বাবর। যা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

টিম মিটিংয়ে বাবর আজম দলের পারফরম্যান্সের খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করছিলেন। যারা দলের প্রত্যাশা মেটাতে পারেননি, তাদেরকে তো এক হাত নিচ্ছিলেনই, সঙ্গে ভালো করা ক্রিকেটাররাও অধিনায়কের বিচারে দোষী ছিলেন। যা মেনে নিতে পারেননি শাহিন আফ্রিদি।

এসময় বাবরের কথার মাঝে থামিয়ে দিয়ে শাহিন আফ্রিদি বলেন, ‘অন্তত যারা ভালো পারফর্ম করেছে, তাদের প্রশংসা করুন।’ শাহিনের এই কথাতেই ক্ষেপে যান বাবর আজম। জবাবে বলেন, ‘আমি জানি কে ভালো পারফর্ম করছে।’ পরে মোহাম্মদ রিজওয়ানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর পাকিস্তানের টিম মিটিংয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। এসময় হারের জন্য কাউকে দোষ দিতে বারণ করেছিলেন বাবর। কিন্তু বছর দুইয়ের ব্যবধানে এসেই বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে সম্পূর্ণ বিপরীত দেখা গেল পাক অধিনায়ককে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাত ওভারের ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিলো অস্ট্রেলিয়া
আইসিসির উচিত ভারত-পাকিস্তানের আয়োজক স্বত্ব বাতিল করা: রশিদ লতিফ
বিয়ের বাস নদীতে পড়ে নিহত ১৪, বেঁচে আছেন নববধূ
ভারতীয় দলের পাকিস্তানে না যাওয়ার লিখিত ব্যাখ্যা চায় পিসিবি