• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

মাঠকর্মীদের ‘নায়ক’ আখ্যা দিয়ে মহানুভবতায় হৃদয় জিতলেন সিরাজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:১০
মোহাম্মদ সিরাজ
ছবি- সংগৃহীত

দ্বিপাক্ষিক সিরিজে সাফল্য ধরা দিলেও আইসিসি কিংবা এসিসির ইভেন্টে ভারতের ট্রফি খরা চলছিল। সবশেষ আইসিসি টুর্নামেন্টে শেষ ট্রফি এসেছে ২০১৩ সালে। তেমনই মাল্টি টিম ইভেন্টে এর আগে ট্রফি ২০১৮ সালে এশিয়া কাপে। এবার পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা খরা কাটাল রোহিত শর্মার দল। ঘরের মাঠে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে মহাদেশের শ্রেষ্ঠত্ব অর্জনে বেশ ফুরফুরে মেজাজে কোচ রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।

রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ১৬তম আসরের শিরোপা নির্ধারণী ফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের বোলিং তোপে ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে গুঁটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। এরপর রান তাড়ায় মাত্র ৬.১ ওভারেই কোনো উইকেট না হারিয়ে সহজ লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এতে রেকর্ড অষ্টমবারের মতো শিরোপার মুকুট ঘরে তোলে ম্যান ইন ব্লুজরা।

ভারতের এবার এশিয়া কাপ জয়ে ফাইনালের নায়ক নিঃসন্দেহে মোহাম্মদ সিরাজ। এদিন ৭ ওভারে ২১ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার। ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পাওয়া এই বোলারের আগুনে পারফরম্যান্সে ভক্তদের হৃদয় জিতে নিয়েছেন সিরাজ। ফাইনালে বোলিং পারফরম্যান্স নিয়ে মুখে সেই সরল হাসি নিয়ে সিরাজ বললেন, 'ভাগ্যে যতটা থাকে, ততটা পাবই। আমার ভাগ্যে আজ এই প্রাপ্তি লেখা ছিল, পেয়েছি।'

এবার দফায় দফায় লাগাতার বৃষ্টিতেও এশিয়া কাপ শেষপর্যন্ত ভালোভাবেই হয়েছে। তার জন্য পুরো কৃতিত্বই ক্যান্ডি এবং কলম্বোর মাঠকর্মীদের। বারবার পিচকভার দেওয়া এবং সরানোই নয়, বৃষ্টি ধোয়া মাঠ ঠিক রাখার জন্য, তারা আপ্রাণ চেষ্টা করেছেন। সাধ্যের মধ্যেই তাঁরা করেছেন অসাধ্য সাধন। কোনও প্রশংসাই তাদের কাজের সার্টিফিকেট হতে পারে না। ম্যাচের পর সিরাজ পরিচয় দিলেন তার মহানুভবতার। ম্যাচ সেরার পুরস্কারের অর্থ মাঠকর্মীদের দিয়ে দিলেন তিনি।

এদিন ম্যাচের সেরা হওয়ার জন্য ৫ হাজার ডলার পুরস্কার পেয়েছেন সিরাজ। পুরস্কার পেয়ে মাইক্রোফোন হাতে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে সিরাজ বলেন, 'মাঠকর্মীদের অনেক কৃতিত্ব রয়েছে। ওরাই আসল নায়ক। ওরা না থাকলে টুর্নামেন্টটাই হয়তো সম্পূর্ণ হত না! আমার পুরস্কার মূল্য তাদের দিলাম। জানি খুবই সামান্য, তবুও।' সিরাজের এই বক্তব্যের পরেই করতালির ঝড় উঠে যায় গ্যালারিতে।

এদিন ম্যাচ শুরুর আগেই এসিসির সভাপতি জয় শাহও টুইট করে জানিয়ে দিয়েছিলেন যে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও শ্রীলঙ্কা ক্রিকেট সিদ্ধান্ত নিয়েছে যে, ৫০ হাজার ডলার ক্যান্ডি ও কলম্বোর মাঠকর্মীদের দেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অখণ্ড ভারত’-এ বাংলাদেশ ও পাকিস্তানকে আমন্ত্রণ দিল্লির
সীমান্তে কাস্তে হাতে ছবি ভাইরাল, যা বললেন সেই কৃষক
সুনামগঞ্জ সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ
মায়োর্কাকে হারিয়ে ফাইনালে বার্সেলোনার মুখোমুখি রিয়াল মাদ্রিদ