ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ভারতীয় দলের বিপক্ষে বাঁচা-মরার লড়াই বসুন্ধরার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০২ অক্টোবর ২০২৩ , ১১:২৮ এএম


এএফসি কাপের ম্যাচে সোমবার (০২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ভারতের ক্লাব ওড়িশা এফসির বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিপক্ষে হার দিয়ে শুরুর পর কিংসের সামনে ঘুরে দাঁড়ানোর মিশন। 

বিজ্ঞাপন

ঘরের মাঠে ওড়িশাকে হারাতে চান কিংসের কোচ অস্কার ব্রুজোন। তবে এই ম্যাচে জয় পাওয়া সহজ হবে না বলেও জানিয়েছেন অস্কার। 

সংবাদ সম্মেলনে ব্রুজোন জানিয়েছেন, ম্যাচটা ভীষণ কঠিন হবে। আমাদের জন্য নতুন একটা পরিস্থিতি সামনে আছে। আমরা কখনোই টানা দুই ম্যাচ হারিনি। এখানে বসুন্ধরা কিংস অ্যারেনাতেও আমরা কখনও হারিনি। তো প্রতিক্রিয়া দেখানোর জন্য খুব ভালো একটা সময় আমাদের সামনে।

বিজ্ঞাপন

এই ম্যাচকে অনেকটা বাঁচা-মরার লড়াইও বলছেন ব্রুজন। তার ভাষ্যমতে, আমাদের সামনে কঠিন একটা ম্যাচ অপেক্ষা করছে। ওড়িশা নতুন একটা ক্লাব, আমাদের মতোই। শেষ মৌসুমে তারা সুপার কাপ জিতেছে, চলতি মৌসুমটাও ভালোভাবে শুরু করেছে তারা। শীর্ষ মানের কোচ আছে তাদের। গুরুত্বপূর্ণ জায়গায় তাদের মূল খেলোয়াড়রা আছে। এ ম্যাচটায় ছোট ছোট বিষয়গুলো ব্যবধান গড়ে দেবে বলে মনে হচ্ছে। দুই দলের জন্যই ম্যাচটা বাঁচা-মরার লড়াই। কারণ, হেরে গেলেই তো টিকে থাকার সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে আসবে।

বসুন্ধরার অধিনায়ক রবিনিয়ো আশাবাদী ম্যাচটাতে ঘুরে দাঁড়াতে পারবেন তারা। তার দাবি, এটি আমাদের সামনে বড় ম্যাচ। এটা আমরা ঘরের মাঠে খেলছি, বিষয়টা ভালো। কারণ, নিজেদের দর্শকদের সামনে খেলা যাবে। ম্যাচটা জিততে, পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে মাঠের ভেতর যা করা প্রয়োজন করতে হবে আমাদের। 

এদিকে কিংসের মতই হার দিয়ে এএফসি কাপের যাত্রা শুরু করেছে ওড়িশা। এই ম্যাচে নিজেদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে লড়াই করতে মুখিয়ে আছে ভারতীয় দলটি।

বিজ্ঞাপন

কোচ স্প্যানিশ সার্জিও লোবেরোর মন্তব্য, আমরা এই ম্যাচ খেলার জন্য অপেক্ষায় আছি। চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমরা শুধু ক্লাব নয়, দেশের (স্পেন) ও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। আশা করছি, ভালো ফল পাবো আমরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |