বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রানের সাড়া জাগানো ব্যাটিং শৈলী দেখিয়েছিলেন তানজিদ হাসান তামিম। ইংল্যান্ডের বিপক্ষেও শুরুটা ভালো করেন এই ওপেনার। এই ম্যাচে রেস ট্রপলির বাউন্সারে পুল করে সীমানা পার করেন তিনি। রানের খাতা খুলেছিলেন ছক্কা মেরে। তবে ক্রমেই ক্রিজে থিতু হতে থাকা এই ওপেনার প্যাভিলিয়নে ফিরেছেন হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে।
মূলত ইনিংসের শুরু থেকেই একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করছিলেন তিনি। টপ-অর্ডারের বাকি দুই ব্যাটারের ব্যর্থতার দিনে ব্যক্তিগত রানের খাতা ঠিকই সচল রেখেছিলেন তামিম। তবে ইনিংসের ১৬তম ওভারে বোলিংয়ে এসে তাকে আটকে দিয়েছেন মার্ক উড। অফ স্টাম্পের বাইরের টেনে খেলতে চেয়েছিলেন। তাতেই বোল্ড হয়েছেন তামিম। সাজঘরে ফেরার আগে ৪৫ রান এসেছে তার ব্যাট থেকে।
এর আগে, লঙ্কানদের বিপক্ষে ৬১ রানের অনবদ্য এক ইনিংস খেলা লিটন এই ম্যাচে দুই অঙ্কের কোটা পার করার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন। টপলির লেগ সাইডে ওয়াইড লেন্থে যাওয়া বাউন্সের ফাঁদে পড়ে বাটলারের হাতে ক্যাচ তুলে দেন লিটন। ৫ রান করে ফিরেছেন এই ওপেনার। এরপর শট খেলতে গিয়ে শান্তও ক্যাচ তুলে দিয়েছেন। মাত্র ২ রানে ফিরেছেন টপ-অর্ডার এই ব্যাটার।
এরও আগে, ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এই ম্যাচের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পায়ের চোটের কারণে এই ম্যাচেও বিশ্রামে আছেন ওয়ানডে দলপতি সাকিব আল হাসান।