দীর্ঘ প্রতীক্ষার পালা শেষে পর্দা উঠেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। তবে সীমিত ওভারের শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে সুপার ফোরে জায়গা করে নেবে পয়েন্ট তালিকার প্রথম ৪ দল। যদিও এ নিয়ে বেশ আগে থেকেই শুরু হয়েছে নানান সমীকরণ।
কার হাতে উঠতে যাচ্ছে এবারকার শিরোপা! শুধু শিরোপার ভবিষ্যদ্বাণীই না। সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেটশিকারি, সেমিফাইনালিস্ট, ফাইনালিস্ট নিয়েও ভবিষ্যদ্বাণী চলছে। এবার চলতি আসরের ৪ সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির এবং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।
সম্প্রতি স্থানীয় এক গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন তিনি।
আমিরের চোখে বিশ্বকাপের ৪ সেমিফাইনালিস্ট হলো- ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তান।
বাঁ-হাতি এই গতিতারকার ভাষ্য, আগেরবার নিউজিল্যান্ডকে বেছে নিয়েছিলাম। কিন্তু এখন সেখানে পাকিস্তানকে রাখছি। কারণ, তাদের ওপর কোনো চাপ নেই।
৩১ বছর বয়সী স্পিডস্টারের দাবি, এবারের বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তানকে সবাই আন্ডারডগ ভাবছে। তাই তাদের সেমিতে দেখছি আমি। কারণ, ম্যান ইন গ্রিনদের যখন সবাই বাতিলের খাতায় ফেলে দেয়, তখন ভিন্ন কিছু করে দেখায় তারা।
অন্যদিকে বৈশ্বিক এই মহাযজ্ঞে পাকিস্তান, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে হট ফেভারিট দেখছেন ইমাদ। তার মন্তব্য, এই চার দলের মধ্যেই কেউ বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরবে।
উল্লেখ্য, রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে বিশ্বকাপের বাকি ৯ দলের বিপক্ষে ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বৈশ্বিক এই আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আগামী ৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১১টায় ধর্মশালায় আফগানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব-লিটনরা। এরপর একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।