ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের বিপক্ষে খেলতে ভয় পাচ্ছেন স্টোকস!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৮ অক্টোবর ২০২৩ , ০৯:৫৯ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ভারতের মাটিতে বিশ্বকাপ শুরুর আগে থেকেই বিতর্ক যেন বড় সঙ্গী। বৈশ্বিক এই মেগা ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠান না থাকা, দর্শকদের উপস্থিতি কম থাকার পর মাঠ নিয়েও শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম দুই ম্যাচের ভেন্যু ধর্মশালার আউটফিল্ড নিয়েও অসন্তুষ্ট ক্রিকেটাররা। ঘাস কম থাকায় এই মাঠে যেকোনো মুহূর্তে চোট পেতে পারেন ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

গতকাল ধর্মশালার মাঠটিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আফগান স্পিনার মুজিব উর রহমান আরেকটু হলে বড় বিপদেই পড়ে যেতেন। চার বাঁচাতে গিয়ে রীতিমতো বিপদেই পড়ে গিয়েছিলেন তিনি। পরে বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও ম্যাচের পর আফগানিস্তান কোচ জোনাথন ট্রট কড়া সমালোচনা করেছিলেন এই মাঠের।

এদিকে বিশ্বকাপের জন্যই নিজের অবসর ভেঙে ফিরেছেন বেন স্টোকস। তবে নিতম্বের হালকা ইনজুরি থাকার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তাকে বিশ্রামেই রাখা হয়েছিল। ধারণা করা হয়েছিল, বাংলাদেশের বিপক্ষে বোলিং না করলেও অন্তত ব্যাটিং আর ফিল্ডিংয়ে দলের সঙ্গে থাকবেন তিনি।

বিজ্ঞাপন

তবে কিছুটা শারীরিক অস্বস্তি এখনও রয়ে গিয়েছে তার। তাই দলীয় সিদ্ধান্ত এখন হয়েছে যে, বাংলাদেশের বিপক্ষেও খেলা হবে না তার। স্বদেশি ট্রটের বার্তা পেয়েই কিনা কিছুটা ভয়ে আছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। 

আফগানিস্তানের কোচ জনাথন ট্রট নাকি নিজের ম্যাচের পরই ইংল্যান্ডের কোচিং স্টাফের কয়েকজনকে মেসেজ করে রেখেছেন। ট্রটের কাছে আউটফিল্ডের কথা জানার পর তখনই সিদ্ধান্ত নিয়ে নেয় ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে স্টোকসকে হয়ত কোনো ভূমিকাতেই দেখা যাবে না। 

যদিও সোমবার অনুশীলনে এসেছিলেন স্টোকস। ব্যাটিংয়েও সময় দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। তবে আদৌ তিনি খেলবেন কি না, এমন কিছু পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। কারণ, একদিনে রানিংয়েও খানিকটা অস্বস্তিতে ভুগতে দেখা যায় স্টোকসকে।

বিজ্ঞাপন

ফলে বাংলাদেশের বিপক্ষে স্টোকসের খেলার সম্ভাবনা আরও কমে এসেছে। আর স্টোকস না খেলতে পারলে বাংলাদেশের বিপক্ষেও একাদশে দেখা যেতে পারে হ্যারি ব্রুককে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |