বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার (১০ অক্টোবর) ভারতের ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় মাঠে গড়াবে ম্যাচটি। তবে এই ম্যাচ মাঠে গড়ানোর আগে ঘুরেফিরে আলোচনায় মাঠ এবং আবহাওয়া ইস্যু।
সোমবার রাতে বৃষ্টি হয়েছে ধর্মশালায়, সেই সঙ্গে বজ্রপাতও হয়েছে। তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা জেগেছে। যদিও সকাল থেকে থেমেছে বেরসিক বৃষ্টি। মাঠের চারদিকে উঁকি দিতে শুরু করেছে সূর্য। তবে এখন পর্যন্ত সেখানেও বিরাজ করছে বেশ ঠাণ্ডা আবহাওয়া।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, হিমাচল প্রদেশে আজ বৃষ্টির সম্ভাবনা কম। তবে ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে তাপমাত্রা। আর সন্ধ্যায় তা সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। আর বাতাসের আর্দ্রতা বাড়তে পারে ৬৮ শতাংশ পর্যন্ত।
তবে রাত থেকে সেখানে বৃষ্টির সম্ভাবনা আছে। এ ছাড়া দিনের বেলা বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। যদিও তা এক ঘণ্টার বেশি স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই। তাই হালকা বৃষ্টি হলেও পুরো ম্যাচ ভেসে যাওয়ার সম্ভাবনা নেই। কেননা, সন্ধ্যার আগেই শেষ হবে বাংলাদেশের ম্যাচ।