ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

লঙ্কানদের নতুন অধিনায়কের নাম ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৫ অক্টোবর ২০২৩ , ০৪:০৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

একের পর এক চোটে জর্জরিত শ্রীলঙ্কা। নিজেদের সেরা তারকা ওয়ানিন্দু হাসারঙ্গাকে ছাড়াই আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে পাড়ি জমায় লঙ্কানরা। এরপর বিশ্বমঞ্চে নিজেদের তৃতীয় ম্যাচের আগেই ইনজুরিতে নাম লেখান লঙ্কান দলপতি দাসুন শানাকা।

বিজ্ঞাপন

ইনজুরির কারণে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় আছেন তিনি। তবে ইতোমধ্যেই তার বদলি হিসেবে ডাক পেয়েছেন চামিকা করুনারত্নে। আইসিসির থেকে তার অন্তর্ভুক্তির অনুমোদনও মিলেছে। 

লঙ্কান ক্রিকেট বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, চোট থেকে সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ লাগবে শানাকার।

বিজ্ঞাপন

এবার নতুন অধিনায়কের নাম জানাল দেশটির ক্রিকেট বোর্ড। শানাকার বদলি হিসেবে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে লঙ্কানদের নেতৃত্ব দেবেন ওপেনার কুশল মেন্ডিস।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট। 

দলটির ব্যবস্থাপক মাহিন্দা হালাংগোডার ভাষ্য, শানাকা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও দলের সঙ্গেই থাকবেন।

বিজ্ঞাপন

এদিকে শানাকা ছিটকে যাওয়ায় কপাল খুলেছে চামিকা করুনারত্নের। ইতোমধ্যে ভারতে অবস্থান করছেন করুনারত্নে। আগামী সোমবার (১৬ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে একাদশে দেখা যেতে পারে।

শ্রীলঙ্কার হয়ে ২৩টি ওয়ানডে খেলেছেন পেস বোলিং এই অলরাউন্ডার। ওয়ানডে ক্যারিয়ারে ২৮ দশমিক ৮৩ গড়ে ২৪ উইকেট নিয়েছেন তিনি। আর ব্যাট হাতে ২২ ইনিংসে ২৭ দশমিক ৬৮ গড়ে করেছেন ৪৪৩ রান। সর্বোচ্চ ইনিংসটি তার ৭৫ রানের।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |