ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সুয়ারেজকে ছাড়িয়ে অনন্য রেকর্ড মেসির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ , ০২:২৫ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

লিওনেল মেসির কাঁধে চড়ে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জয়ের উদযাপন করেছে আর্জেন্টিনা। সেই মেসি জাদুতেই ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে টানা চার ম্যাচে জয়ের দেখা পেল লে আলবিসেলেস্তেরা। 

বিজ্ঞাপন

বুধবার (১৮ অক্টোবর) ভোরে পেরুর ঘরের মাঠ এস্তাদিও ন্যাসিওনাল ডি লিমায় নিজেদের চতুর্থ ম্যাচে পেরুর বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেছেন রেকর্ড আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি।

চোটের কারনে ম্যাচের শুরু থেকে মাঠে নামায় কিছুটা শঙ্কা ছিল মেসির। কিন্তু সব শঙ্কা উড়িয়ে লা পুলগা মাঠে নেমেই জোড়া গোলে দলকে জেতালেন তিনি। আর এর মধ্যে দিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন মেসি। 

বিজ্ঞাপন

ম্যাচের ৩২ মিনিটেই মেসির কল্যাণে প্রথম গোলের দেখা পেয়ে যায় আর্জেন্টিনা। নিকোলাস গঞ্জালেসের বাড়ানো বলে বক্সের ডান দিক থেকে বাম পায়ের শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন মহাতারকা। এর মিনিট দশেক পরই দ্বিতীয় গোলও পেয়ে যান তিনি।

৪২তম মিনিটে এনজো ফার্নান্দেসের পাস পেয়েও সেটি এড়িয়ে মেসির জন্য ছেড়ে দেন ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। এরপর নিখুঁত শটে বল জালে পাঠান মেসি। 

হ্যাটট্রিক করতে না পারলেও জোড়া গোলে একটি রেকর্ডও গড়েছেন মেসি। বন্ধু লুইস সুয়ারেজকে ছাড়িয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। ৩১ গোলে এখন মেসি শীর্ষে। আর উরুগুয়ের স্ট্রাইকারের গোল ২৯টি।

বিজ্ঞাপন

আর বিশ্বকাপের বাছাইপর্বের গোলদাতার তালিকায় সব মিলিয়ে চতুর্থ স্থানে মেসি। ৩৯ গোলে শীর্ষে গুয়েতামালার কার্লোস রুইজ। ৩৬ গোলে দুইয়ে আছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো। আর ৩৫ গোল করে তিনে আছেন ইরানের আলী দায়ি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |