২০২৩ সালে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই মেসির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সাবেক নেভি সিল সদস্য ইয়াসিন। মেসির বিপুল জনপ্রিয়তার কারণে তার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে এখন আর আগের মতো ইন্টার মায়ামির তারকাকে মাঠে নিরাপত্তা দিতে পারবেন না ইয়াসিন চুকো।
মেজর লিগ সকার (এমএলএস) তাকে মাঠে থাকার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তাই এখন থেকে শুধু মাঠের বাইরে মেসির নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এ নিয়ে হাউস অব হাইলাইটসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াসিন বলেন, তারা আমাকে আর মাঠে থাকতে দিচ্ছে না।
এমএলএস-এর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কথাও তুলে ধরেন চুকো। তার ভাষ্য, আমি সাত বছর ইউরোপে লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগে কাজ করেছি, সেখানে মাত্র ছয়জন ভক্ত মাঠে ঢুকেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে আসার পর মাত্র ২০ মাসেই ১৬ জন মাঠে প্রবেশ করেছে! এটা বিশাল সমস্যা। আমি সমস্যা নই, আমাকে মেসিকে রক্ষা করতে দিন।
তিনি আরও বলেন, আমি এমএলএস ও কনকাকাফকে ভালোবাসি, কিন্তু আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমি সাহায্য করতে চাই। আমি অন্য কারও চেয়ে ভালো নই, তবে ইউরোপে আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আমি তাদের সিদ্ধান্ত বুঝতে পারছি, তবে মনে করি আরও ভালো কিছু করা যেত।
মাঠে সরাসরি না থাকলেও মেসির পরিবারের নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হয়েই থাকবেন ইয়াসিন। তিনি বলেন, আমি মনে করি, আমি তার পরিবারের অংশ। আমি শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও তাকে রক্ষা করি, কারণ সে আমার ওপর অনেক বিশ্বাস রাখে এবং আমার ওপর নির্ভরশীল। আমি তার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিই। মেসি খুবই বিনয়ী।
আরটিভি/এসআর