ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে বল করবেন রোহিত!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ , ০৩:০৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বেশ রোমাঞ্চকর হয়ে দাঁড়িয়েছে ভারত-বাংলাদেশ লড়াই। এই দুই দলের সাম্প্রতিক ম্যাচগুলোর পরিসংখ্যানও এমনটাই বলছে। এই ম্যাচকে ঘিরে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত ক্রিকেটাররা। সেখানেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে বোলিং অনুশীলন করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের এমসিএ স্টেডিয়ামে মাঠে গড়াবে এই দুই দলের মধ্যকার চতুর্থ ম্যাচ। তবে এ ম্যাচে লাল-সবুজের দলপতি সাকিব আল হাসানকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে শঙ্কা জেগেছে। বুধবার (১৮ অক্টোবর) স্ক্যান করাতে আবারও হাসপাতালে গেছেন সাকিব।

এর আগে, মঙ্গলবার টাইগার কাপ্তানকে দলীয় অনুশীলনে দেখা গিয়েছিল। এ সময়ে তাকে দেখে মনে হচ্ছিল, সুস্থই আছেন সাকিব। এদিন অনুশীলনেও তাকে বেশ সাবলীল দেখাচ্ছিল। অনুশীলনের শুরুর দিকে ছোট ছোট রানিং করেন টাইগার অধিনায়ক। এরপর বড় রান-আপ নেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে রোহিত-বিরাটদের সঙ্গে ম্যাচের আগে বুধবার বিকেলে ঐচ্ছিক অনুশীলন আছে টাইগারদের। স্ক্যানে কোনো বিপদের শঙ্কা না থাকলে এই অনুশীলনে দেখা যেতে পারে তাকে।

অন্যদিকে মঙ্গলবার একই মাঠে ঐচ্ছিক অনুশীলন করেছে ভারত। সেখানে দলটির অধিনায়ক রোহিতকে কয়েক ওভার হাত ঘোরাতে দেখা গেছে। এ সময় ব্যাটিংয়ে ছিলেন রবীন্দ্র জাদেজা।

এরপর রোহিতের বোলিংয়ের বেশ প্রশংসাও করেন জাদেজা। সাধারণ রোহিত বল না করলেও তার বোলিং অ্যাকশন কার্যত নিখুঁত বলেই দাবি সতীর্থদের।

বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে রোহিত বল করবেন কি না, এমন প্রশ্নে অশ্বিনের জবাব, টুর্নামেন্টের শুরুর দিকে রোহিত বলেছিল সে বল করতে পারে। এখন ভারত ভালো খেলছে বলে ওর (রোহিত) বল করার দরকার পড়েনি। কিন্তু একজন ব্যাটার থাকা ভালো, যে বলও করতে পারেন। এটাই রোহিত শর্মা। দক্ষতার কোনো শেষ নেই। হয়তো আমাদের দলে ভারসাম্য আনতে ওকে দরকার হতেও পারে। বাংলাদেশের প্রথম সাতে ৪ থেকে ৫ জন বাঁ-হাতি ব্যাটার রয়েছে। তাদের সামনে ৩ থেকে ৪ ওভার অফ-স্পিন করে দিলে মন্দ হবে না।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে রোহিত শর্মা জানিয়েছিলেন, দরকার পড়লে তিনি এবং বিরাট কোহলি কয়েক ওভার হাত ঘুরিয়ে দিতে পারেন।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |