ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

১৬ বছর পর সাকিবকে ছাড়াই মাঠে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ , ০৫:৫৯ পিএম


loading/img
ফাইল ছবি

পুনেতে ভারতের বিপক্ষে জয়ের ধারায় ফেরার মিশনে ব্যাটিং করছে বাংলাদেশ। কিন্তু ম্যাচ শুরু আগেই বাংলাদেশ শিবির ছেয়ে যায় শঙ্কার কালো মেঘে। কেননা ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে যেতে হয়েছে সাবিক আল হাসানকে। বাঁহাতি এই অলরাউন্ডারকে ছাড়াই ভারত বধের মিশনে মাঠে নামে বাংলাদেশ। 

বিজ্ঞাপন

শেষ কবে সাকিব আল হাসান ছিলেন না বিশ্বকাপের দলে? উত্তরটি খুব সহজে মনে পড়বে না কারোরই। কেননা ভারতের বিপক্ষে এই ম্যাচের আগে সবশেষ ২০০৩ সালে বাংলাদেশের বিশ্বকাপের দলে ছিলেন না দেশের ক্রিকেটের এই পোস্টার বয়। 

তবে ২০০৭ সালে অভিষেকের পর থেকে ভারতের বিপক্ষে এই ম্যাচের আগ পর্যন্ত বিশ্বকাপের কোনো ম্যাচে সাকিবকে ছাড়া খেলেনি বাংলাদেশ। ১৬ বছর পর এই প্রথম বিশ্বকাপের মঞ্চে ম্যাচ মিস গেল বাঁহাতি এই অলরাউন্ডারের। 

বিজ্ঞাপন

২০০৭ বিশ্বকাপে সাকিবের অভিষেক ম্যাচটি ছিল ভারতের বিপক্ষে। এরপর ২০১১ সালের বিশ্বকাপে বাংলাদেশের দলপতির ভূমিকায় ছিলেন তিনি। এরপর ২০১৯ বিশ্বকাপটা তো তিনি পাড় করেন স্বপ্নের মতো। 

বিশ্বকাপে ২০০৭ সাল থেকে নিয়মিত মুখ হিসেবে থাকলেও বাংলাদেশের অনেক আন্তর্জাতিক সিরিজে সাকিব ছিলেন অনুপস্থিত। 

সর্বশেষ ৫ বছরে সাকিবকে ছাড়া কেবল ২৫টি ওয়ানডে খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখানে ১২ জয়ের বিপরীতে বাংলাদেশের পরাজয় ১৩টিতে। 

বিজ্ঞাপন

এদিকে সাকিব খেলেছেন এমন ম্যাচে বাংলাদেশ হেরেছে মোটের ওপর ১৯ বার। বিপরীতে টাইগারদের জয় ৩০ ম্যাচে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |