ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

তামিমের প্রশংসায় যা বললেন লোকেশ রাহুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ , ০৮:১০ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

চলমান ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও পরের তিন ম্যাচে হার মেনেছে বাংলাদেশ। সবশেষ ভারতের বিপক্ষে জয়ের ধারায় ফেরার মিশনে হোঁচট খেয়েছে টাইগাররা। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও দেশসেরা পেসার তাসকিন আহমেদকে ছাড়া খেলতে নেমে ৭ উইকেটের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

বিজ্ঞাপন

গতকাল (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে লিটন দাস ও তানজিদ হাসান তামিমের জোড়া ফিফটিতে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর ২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে ৫১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এদিন বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাসে ওপেনিং জুটিতে সর্বোচ্চ ৯৩ রানের পার্টনারশিপ গড়েছিলেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। যদিও ব্যক্তিগত অর্ধশতকের পর দুজনেই আর বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ফিফটি হাঁকিয়ে ৪৩ বলে ৫৩ রান করে বিদায় নেন তামিম, আর পরে লিটন ফেরেন ৮২ বলে ৬৬ রান করে।

ম্যাচশেষে তরুণ ব্যাটার তামিমের ব্যাটিং নিয়ে মিক্সড জোনে জানতে চাওয়া হয় ভারতীয় ব্যাটার লোকেশ রাহুলের কাছে। উত্তরে ভারতের এই ব্যাটার কেবল বলেন, ‘তানজিদ খুব ভালো ব্যাটিং করেছে।’

পুনেতে ম্যাচের শুরুতে উড়ন্ত জুটি গড়ে বাংলাদেশ দল। সে সময় ভারতের ভাবনাটা কী ছিল? উত্তরে রাহুল বলেন, ‘আমরা জানতাম এটা ভালো উইকেট। তারা ভালো শুরু পেয়েছে। আমরা আগেও এমন পরিস্থিতিতে ছিলাম যেখানে ওপেনাররা ভালো শুরু পেয়েছে, বল ভালোভাবেই ব্যাটে আসছিল। যখন ফিল্ডিং ছড়িয়ে যাবে, তখন রানরেট কমে যাবে। যখন আমরা কয়েকটা উইকেট পেয়েছি, তখন তাদের ওপর চাপ বেড়ে যায়।’

অন্যদিকে, বিশ্বকাপ নিজের প্রথম অর্ধশতক পাওয়া তামিম বলেন, ‘দল না জিতলে ইনিংসটা মূল্যহীন হয়ে যায়। দল জিতলে ভালো লাগে, যেটুকুই অবদান রাখতে পারি। যেটা হয়নি এটা নিয়ে চিন্তিত না। আমরা সামনের দিকে তাকাচ্ছি। এখনও কিন্তু আমাদের খেলা শেষ হয়নি। সামনে আমাদের পাঁচটা ম্যাচ আছে। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’

ভারতের বিপক্ষে ম্যাচটি বিশ্বকাপে টানা তৃতীয় হার বাংলাদেশের। এরপর আরও পাঁচ রয়েছে সাকিব আল হাসানের দলের। সেমিফাইনালে খেলার যে প্রাথমিক লক্ষ্য নিয়ে বাংলাদেশ ভারতে পা রেখেছিল, সেই স্বপ্নের বাস্তবায়ন এখন কিছুটা হলেও কঠিন হয়ে পড়েছে। অবশ্য বাংলাদেশের সেমির স্বপ্ন বেঁচে আছে এখনও। যদিও সমীকরণ খানিকটা কঠিনই করে তুলেছে টাইগাররা। বাকি পাঁচ ম্যাচে অন্তত চার ম্যাচ জিততে পারলে পরের রাউন্ডের দৌড়ে টিকে থাকবে সাকিবের দল। বাকি ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষ-দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |