ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। আর এ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ২০০৯ সাল থেকেই সম্পর্ক সাবেক শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার। আইপিএলের ২০১৯ আসর পর্যন্ত এ ফ্র্যাঞ্চাইজির হয়েই মাঠ মাতিয়েছেন তিনি। তবে এবার অন্য ভূমিকায় দেখা যাবে তাকে। এবার রোহিত-বুমরাহদের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন মালিঙ্গা।
তবে কেবল আইপিএলই না; এ ফ্র্যাঞ্চাইজির অন্য দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স নিউইয়র্ক (আমেরিকার মেজর লিগ ক্রিকেট) এবং মুম্বাই ইন্ডিয়ান্স কেপটাউনেরও (দক্ষিণ আফ্রিকান লিগ) বোলিং কোচ হয়েছেন সাবেক এ লঙ্কান।
মার্ক বাউচারের নেতৃত্বে দলটির কোচিং স্টাফে আরও রয়েছেন, ক্যারিবীয় তারকা অলরাউন্ডার কেইরন পোলার্ড।
দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত মালিঙ্গার ভাষ্য, মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হতে পারা আমার জন্য সম্মানের। মার্ক বাউচার, রোহিত শর্মা ও দলের অন্যদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। বিশেষ করে এই বোলিং ইউনিটকে আমি ভালোবাসি এবং মুম্বাইয়ের তরুণ প্রতিভাদের নিয়ে কাজ করাও আনন্দের।
এর আগে, কিউই কিংবদন্তি শেন বন্ড প্রায় ৯ বছর দলটির বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এবার সেই দায়িত্ব সামলাবেন মালিঙ্গা।