আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার মিডল-অর্ডার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। ভারতে চলমান বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে মাত্র ৪০ বলে ঝোড়ো সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটার।
বুধবার (২৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান করেছে অস্ট্রেলিয়া। এদিন ৬ নম্বরে ব্যাট করতে নেমে ৪৪ বলে ১০৬ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল।
এর আগে বিশ্বকাপের চলতি আসরেই ৪৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। তবে সেই রেকর্ড টিকলো কেবল ১৮ দিন। এই নিয়ে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির তালিকায় দ্বিতীয়বার নিজের নাম লিখিয়েছেন ম্যাক্সওয়েল।
এর আগে ২০১৫ বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে নিজ মাঠ সিডনিতে ৫১ বলে ১০২ রান করেছিলেন ম্যাক্সওয়েল। যা এখন তালিকার ৪ নম্বরে অবস্থান করছে। এছাড়া ওয়ানডে ক্রিকেটেও ম্যাক্সওয়েল সেঞ্চুরিটি আছে তালিকার চার নম্বরে।
বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি
গ্লেন ম্যাক্সওয়েল- ৪০ বল
এইডেন মার্করাম-৪৯ বল
কেভিন ও ব্রায়ান -৫০ বল
গ্লেন ম্যাক্সওয়েল -৫১ বল
এবি ডি ভিলিয়ার্স -৫২ বল
ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি
এবি ডি ভিলিয়ার্স- ৩১ বল
কোরি অ্যান্ডারসব- ৩৬ বল
শহীদ আফ্রিদি- ৩৭ বল
গ্লেন ম্যাক্সওয়েল- ৪০ বল