বাংলাদেশের স্বাস্থ্য সচেতন মানুষদের কাছে দিনদিন জনপ্রিয় হচ্ছে ম্যারাথন ও হাফ ম্যারাথনে অংশগ্রহণ। প্রতি বছরই হাজার হাজার প্রতিযোগী অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ম্যারাথনে। ১০ কিলোমিটার দৌড়ে অংশগ্রহণের মধ্য দিয়ে ম্যারাথনে দৌড়ানো শুরুটা হয় এ দৌড়বিদদের।
শুক্রবার (২৭ অক্টোবর) ভোর ৬টায় রাজধানীর হাতিরঝিলে এমনই এক আয়োজন করে রান বাংলা ইন্টারন্যাশনাল। এতে নারী-পুরুষ মিলিয়ে ১০ কিলোমিটার দৌড়ে অংশ নেন মোট ১ হাজার ৫৫০ প্রতিযোগী। দেশি দৌড়বিদদের সঙ্গে বিদেশিরাও অংশ নেন এবারের ১০ কিলোমিটার দৌড়ে।
এদিন এফডিসি প্রান্ত থেকে শুরু হয় প্রতিযোগীদের দৌড়। পুরো হাতিরঝিল ঘুরে প্রতিযোগীদের দৌড় শেষ হয় অ্যাম্ফিথিয়েটার এলাকায় এসে।
উল্লেখ্য, রানবাংলা ১০ কিলোমিটার দৌড় বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন অনুমোদিত একটি প্রতিযোগিতা। এই দৌড়ে অংশ গ্রহণকারীদের দেওয়া সার্টিফিকেট আন্তর্জাতিকভাবে স্বীকৃত। দৌড় শেষ করা শিক্ষার্থী প্রতিযোগিতারা পড়ালেখার বাইরেও এ সার্টিফিকেট ব্যবহার করতে পারেন।