ভারতে চলছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এরই মধ্যে শেষ হয়েছে এ আসরের ২৮টি ম্যাচ। এতে জমে উঠেছে ১০ দলের পয়েন্ট টেবিলের লড়াইও। এবারের আসরে কোন দেশ চ্যাম্পিয়ন হবে, তা নিয়েও চলছে নানান জল্পনা-কল্পনা।
এদিকে বৈশ্বিক এ মহারণে এখন পর্যন্ত অপরাজিত স্বাগতিক ভারত। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে রোহিত শর্মার দল। সেমিফাইনালের নিশ্চিত সম্ভাবনা জাগিয়ে নিজেদের ষষ্ঠ ম্যাচে মাঠে নামছে ম্যান ইন ব্লু’রা। এদিন স্বাগতিকদের প্রতিপক্ষ বর্তমান ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
অন্যদিকে ইংলিশদের বিপক্ষে মাঠে নামার আগে রোহিত শর্মাদের সতর্ক করে দিলেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ভারতের প্রাক্তন বিসিসিআই সভাপতির মতে, ভারতকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সতর্ক থাকতে হবে।
সৌরভের ভাষ্য, ভারতের সব থেকে বড় দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ওরা খুব ভালো ক্রিকেট খেলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাও খুব ভালো ছন্দে আছে।
এদিকে বিশ্বমঞ্চে ইংল্যান্ডের খেলা দেখে হতাশ সৌরভ। তার ভাষ্য, কোনো দিন ভাবিনি ইংল্যান্ড এ রকম খেলবে। তবে এটাই ক্রিকেট। আগে থেকে কিছু বলা যায় না।