শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ডের ৫ উইকেটে হারানোর দিনে বেশ নিরাশই হয়েছেন পাকিস্তানের সমর্থকরা। কেননা, চলতি বিশ্বকাপে পাকিস্তানের জন্যে শেষ চারে খেলা এখন এভারেস্ট ডিঙানোর চেয়েও কঠিন কাজ।
লঙ্কানদের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে কিউইরা। লঙ্কানদের ১৬০ বল থাকতেই ৫ উইকেটে হারিয়ে নেট রানরেটে একদম ধরাছোঁয়ার বাইরে ব্ল্যাক-ক্যাপসরা। গ্রুপ পর্বে ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্টে টেবিলের ৪ নম্বরে নিউজিল্যান্ড। তাদের নেট রানরেট এখন ধনাত্মক ০ দশমিক ৭৪৩।
কিউইদের সমান ১০ পয়েন্টের সম্ভাবনা আছে আরও দুই দল পাকিস্তান এবং আফগানিস্তানের। তবে নেট রানরেটে কিউইদের ছাড়িয়ে যাওয়ার দুঃসাধ্যই বটে। এই হিসেবে সবার থেকে যোজন যোজন এগিয়ে কিউইরা।
পাকিস্তানের বর্তমান নেট রানরেট ধনাত্মক ০ দশমিক ০৩৬। অন্যদিকে আফগানদের নেট রানরেট ঋণাত্মক ০ দশমিক ৩৩৮। তাই শেষ চারে যেতে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৩৮ রানের বিশাল ব্যবধানে হারাতে হবে আফগানদের। আর এটা নিঃসন্দেহে ক্রিকেটের অলৌকিক ঘটনাই বটে।
অন্যদিকে পাকিস্তানের জন্য আছে বেশ কঠিন এক সমীকরণ। কিউইদের টপকাতে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৭ রানের বিশাল ব্যবধানে পাকিস্তানকে জিততে হবে। আর পরে ব্যাটিং করলে ইংলিশদের ১৫০ রানের লক্ষ্য ৩ দশমিক ৪ ওভারে টপকে যেতে হবে বাবর আজমদের। এমন কিছু ঘটলে তা হবে অবিশ্বাস্য এক ঘটনা।