ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশকে সমর্থন লা লিগা ক্লাবের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ , ০৯:২১ এএম


loading/img
ছবি- সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রাক বাছাইয়ে মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের মূলপর্বে উঠেছে বাংলাদেশ। বাছাইয়ের বাধা পেরিয়ে এখন পর্যন্ত একবারও বিশ্ব আসরে পৌঁছাতে না পারলেও এবার জামাল ভূঁইয়াদের সমর্থন দিচ্ছে স্প্যানিশ লা লিগার ক্লাব কাদিজ সি এফ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ ফুটবল দলকে বিশ্বকাপ বাছাইয়ের জন্য শুভকামনা জানিয়ে পোস্ট করেছে কাদিজ সি এফ। স্প্যানিশ ক্লাব হয়েও বাংলাদেশকে নিয়ে বাংলায় পোস্ট করেছে ইউরোপিয়ান ক্লাবটি। 

অবশ্য বাংলাদেশি ভক্তদের উদ্দেশে আগেও বাংলায় ফেসবুক পোস্ট করেছে ইউরোপীয় আরও কয়েকটি ক্লাব। তবে সেসব পোস্ট ছিল ক্লাবের বাংলাদেশি ভক্তদের উদ্দেশে। কাদিজের পোস্টটা কিছুটা আলাদা। কারণ তারা সরাসরি বাংলাদেশ ফুটবল দলের জন্য সমর্থন জানিয়েছে। 

বিজ্ঞাপন

ফেসবুকে বাংলাদেশ জাতীয় দলের তারকা ডিফেন্ডার তপু বর্মনের একটি ছবি পোস্ট করেছে কাদিজ সি এফ। যার ক্যাপশনে তারা লিখেছে, ‘ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে আমরা বাংলাদেশকে সমর্থন করি!’

২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইয়ে জামাল ভূঁইয়াদের সমর্থন স্প্যানিশ লা লিগার ক্লাব কাদিজ সিএফের; ছবি: ফেসবুক

দেশের বাইরে থেকে সমর্থন পেলেও বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াইটা একদমই সহজ হতে যাচ্ছে না বাংলাদেশের। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে বাংলাদেশকে লড়তে হবে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিপক্ষে। 

বিজ্ঞাপন

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৯। অন্যদিকে বাছাইপর্বে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ হিসেবে থাকা অস্ট্রেলিয়ার র‍্যাঙ্কিং ২৭, লেবাননের ১০৪ ও ফিলিস্তিন আছে ৯৭ নম্বর স্থানে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাছাইপর্বের প্রথম লেগের খেলা হবে আগামী ১৬ নভেম্বর। দ্বিতীয় লেগের ম্যাচটি হবে আগামী বছরের ৬ জুন। ২১ নভেম্বর বাংলাদেশ ঘরের মাঠে লড়বে লেবাননের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে। 

এরপর ২০২৪ সালের ১১ জুন মাঠে গড়াবে লেবানিজদের বিপক্ষে লাল-সবুজ জার্সিধারীদের দ্বিতীয় লেগের ম্যাচটি। আগামী বছরের ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। দ্বিতীয় লেগের ম্যাচটি হবে ২৬ মার্চ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |