ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

২০২৭ বিশ্বকাপে চোখ সোহানের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ , ০৭:৫৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ভারত বিশ্বকাপে ব্যর্থ এক মিশন পার করেছে বাংলাদেশ। বিশ্বমঞ্চে ৯ ম্যাচের মধ্যে মাত্র দুই ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে লাল-সবুজেরা। ফলে এখন থেকেই আসন্ন ২০২৭ বিশ্বকাপে দল গোছানোর তাগিদ দেশের ক্রিকেটাঙ্গনে। আর আসন্ন বৈশ্বিক এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে আছেন প্রতিভাবান উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানও।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও এখন পর্যন্ত ৫০ ওভারের বৈশ্বিক কোনো আসরে সুযোগ হয়নি তার। তাই ২০২৭ বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচাতে চান তিনি। যে কারণে এখন থেকেই নিজেকে তৈরি করছেন তিনি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোহানের ভাষ্য, ওয়ানডে বিশ্বকাপ খেলা আমারও স্বপ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটি বা তিনটি খেলেছি। ওয়ানডে বিশ্বকাপ খেলিনি। অবশ্যই আশা আছে নিজেকে যেন ওইভাবে গুছিয়ে নিতে পারি। ২০২৭ বিশ্বকাপে যেন থাকতে পারি, সেভাবে নিজেকে তৈরি করতে পারি। এটার জন্য যে প্রসেসটা মেইটেইন করা দরকার আমি সেই প্রক্রিয়াটা মেনে চলছি। নিজের যে কাজগুলো সেগুলো করার চেষ্টা করব যেন নিজের শতভাগ দিতে পারি।

বিজ্ঞাপন

তার (সোহান) দাবি, আমি স্লগার হতে চাই না। আমি প্রোপার ব্যাটসম্যান হতে চাই। প্রপার ব্যাটসম্যানের মতোই ব্যাটিং করতে চাই। আমি ঘরোয়াতে যখন ব্যাটিং করি সময় নিয়ে ফিনিশ করা বা এটা একটা প্যাটার্নের মধ্যে থাকে (কি করতে হবে)। দলের প্রয়োজনে আসলে আমি যেকোনো পরিস্থিতিতেই খেলতে প্রস্তুত।

উইকেটকিপার এই ব্যাটার যোগ করেন, কিন্তু আমার মনে হয় না আমি নির্দিষ্ট কোনো জায়গার জন্য বসে আছি। আমি এখন পুরোপুরি মুক্ত। একটা ব্যাটসম্যানের যেসব জায়গায় ব্যাটিং করা দরকার যে আত্মবিশ্বাসের দরকার, দলের জন্য যতটা অবদান দরকার, এই জিনিসটা আমি তৈরি করার চেষ্টা করছি। আমি একটা প্রক্রিয়ার মধ্যে আছি। সেটাই অনুসরণ করার চেষ্টা করছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |