ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

কোহলিকে নিয়ে আবেগঘন বার্তা শচীনের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ , ০৭:০৮ পিএম


loading/img
ফাইল ছবি

চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকও ডানহাতি এই ব্যাটার। এবার ব্যাট হাতে স্বদেশী শচিন টেন্ডুলকারের টপকে ওয়ানডেতে সর্বাধিক সেঞ্চুরির মালিক হয়েছেন এই ব্যাটিং জিনিয়াস।

বিজ্ঞাপন

বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের প্রথম সেমিফাইনালে ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। এই কীর্তি গড়ার সময় গ্যালারিতে দাঁড়িয়ে থাকা শচীনের দিকে তাকিয়ে কুর্নিশ করেছিলেন কোহলি। 

বিশ্বকাপের মঞ্চে শচীনের গড়া রেকর্ড ভাঙার জন্য হয়ত এর চেয়ে ভালো কোনো মঞ্চ ছিল না কোহলির সামনে। বিশ্বকাপের মত বড় মঞ্চে, সেমিফাইনালের বড় ম্যাচে, কোহলি খেললেন জমকালো এক ইনিংস। সেটাও কিনা শচীনের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। 

বিজ্ঞাপন

সেঞ্চুরির হাফসেঞ্চুরি করা ইনিংস নিয়ে গিয়েছেন ১১৭ পর্যন্ত। আউট হয়ে যখন মাঠ ছাড়ছেন, তখন পুরো স্টেডিয়াম স্লোগান ধরেছে তার নামে। আর সেই স্রোতে হয়ত ছিলেন শচীন নিজেও। বিরাট কোহলি আউট হওয়ার পরেই তাকে অভিনন্দনও জানিয়েছেন শচীন। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পোস্টে শচীন লিখেছেন, ‘তোমাকে যখন আমি প্রথম ভারতের ড্রেসিংরুমে দেখেছিলাম, সেদিন অন্যান্য সতীর্থরা মজা করে তোমাকে আমার পা ছুঁতে বাধ্য করেছিল। আমি সেদিন হাসি থামাতে পারিনি। কিন্তু খুব দ্রুতই তুমি তোমার একাগ্রতা আর দক্ষতা দিয়ে আমার হৃদয় স্পর্শ করেছো। আমি খুবই খুশি যে সেদিনের তরুণ ছেলেটা আজ ‘বিরাট’ খেলোয়াড়ে পরিণত হয়েছে।’ 

এরপরেই শচীন লিখেছেন, ‘একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে, এরচেয়ে অন্য কিছুতে আমি খুশি হতে পারতাম না। এবং সেটাও বিশ্বকাপের সেমিফাইনালের সবচেয়ে বড় মঞ্চে। আর আমার ঘরের মাঠে (এমন কিছু) তাতে পূর্ণতা দিয়েছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন ওয়ানডেতে শচীনের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ভাঙার পাশাপাশি এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙেছেন কোহলি। শচীনের ২০০৩ সালে করা ৬৭৩ রানের রেকর্ড ভেঙে এই মুহূর্তে কোহলি অবস্থান করছেন ৭১১ রানে। 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |