ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপের ফাইনালে বৃষ্টির সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৯ নভেম্বর ২০২৩ , ১০:৪২ এএম


loading/img
ছবি- সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই নির্ধারণ হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের শিরোপাজয়ী দল। এরই মধ্যে প্রস্তুত মহাযজ্ঞের মঞ্চ। ভারত ও অস্ট্রেলিয়ার শিরোপা উঁচিয়ে ধরার মধ্য দিয়ে পর্দা নামবে দেড় মাস ধরে চলা বৈশ্বিক এই আসরের। তবে ফাইনালের আগে আলোচনায় বৃষ্টির শঙ্কা।

বিজ্ঞাপন

রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের ১ লাখ ৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফাইনালে খেলা শুরুর সময় তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে আবহাওয়াও থাকবে পরিষ্কার। তবে সন্ধ্যার দিকে তাপমাত্রা কিছুটা কমে ২৪ ডিগ্রি সেলসিয়াসে আসতে পারে। এ ছাড়া বাতাসের আর্দ্রতা ৩৯ শতাংশের কাছাকাছি থাকতে পারে।

বিজ্ঞাপন

অন্যদিকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৯ কিলোমিটার। আর ম্যাচ চলাকালীন মেঘ ও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এক কথায়, ফাইনাল ঘিরে বৃষ্টির কোনো শঙ্কা নেই।

তবে সন্ধ্যার পর শিশির বিন্দু থাকবে ১৭ ডিগ্রির মতো। এতে কুয়াশার কিছুটা আধিক্য দেখা যেতে পারে। যে কারণে পরে ব্যাটিং করা দল বাড়তি সুবিধা পাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |