ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

অ্যাটলেটিকোকে হারিয়ে তিনে বার্সা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩ , ১০:৩৫ এএম


loading/img
ছবি- সংগৃহীত

স্প্যানিশ লা লিগার হাইভোল্টেজ ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে শিরোপাধারী বার্সেলোনা। এই জয়ে লিগ টেবিলের তিনে উঠে এসেছে কাতালান ক্লাবটি।

বিজ্ঞাপন

রোববার (৩ ডিসেম্বর) এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠা খেলায় প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে জাভির শিষ্যরা।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল বার্সা। তবে ফিনিশিংয়ের দুর্বলতায় গোল করতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা।

বিজ্ঞাপন

ম্যাচের ২৮তম মিনিটে রাফিনহার পাস থেকে বার্সেলোনাকে এগিয়ে দেন অ্যাতলেটিকোর ঘরের ছেলে জোয়াও ফেলিক্স। লা লিগায় বার্সেলোনার হয়ে ১২ ম্যাচে ফেলিক্সের দ্বিতীয় গোল এটি।

বিরতির আগে আবারও গোল করার সুযোগ পেয়েছিলেন ফেলিক্স। তবে তার শট দেন আটকে দেন গোলরক্ষক ওবলাক।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে বার্সা। ম্যাচের ৫৮তম মিনিটে গোলপোস্টে লেগে ফিরে আসে রাফিনহার শট।

বিজ্ঞাপন

খেলার শেষ দিকে দারুণ কয়েকটি সেভে সিমিওনের শিষ্যদের গোল বঞ্চিত করেন বার্সা গোলরক্ষক ইনাকি পেনা।

শেষ পর্যন্ত কেউই আর গোলের দেখা পায়নি। এতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

এই জয়ে ১৫ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৩৪। এতে পয়েন্ট টেবিলের তিনে বার্সেলোনা। 

অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অ্যাতলেটিকো মাদ্রিদ। বার্সার সমান ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা, শীর্ষে রিয়াল মাদ্রিদ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |