মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহর দুর্দান্ত বোলিং নৈপুণ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে সফরকারী ভারত। মাত্র দেড় দিনে শেষ হওয়া এই টেস্টে সর্বমোট ৬৪২ বল খেলা হয়েছে। টেস্ট ইতিহাসে এটিই সংক্ষিপ্ততম ম্যাচের বিশ্বরেকর্ড গড়লো। এর মধ্য দিয়ে ৯২ বছর আগের বিশ্বরেকর্ড ভেঙেছে। সবশেষ ১৯৩২ সালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্টের স্থায়ীকাল ছিল ৬৫৬ বল। সেই টেস্টে ইনিংস ও ৭২ রানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।
-
আরও পড়ুন : সিডনি টেস্টসহ টিভিতে আজকের খেলা
১
সাতবারের চেষ্টায় প্রথমবারের মতো কেপটাউনে টেস্ট জিতল ভারত।
৬
মোহাম্মদ সিরাজের পর বুমরাহ—দ্বিতীয়বারের মতো এক ম্যাচে ইনিংসে ৬ উইকেট পেলেন ভারতের দুই পেসার। এর আগে, ২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে—ভুবনেশ্বর কুমার (৬/৮২) ও ইশান্ত শর্মা (৭/৭৪)।
১২
লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২ ওভারেই টেস্ট জিতেছে ম্যান ইন ব্লুরা। টেস্টে চতুর্থ ইনিংসে ৭০ বা এর বেশি রান তাড়ায় এটি চতুর্থ দ্রুততম। ১৯৬৫ সালে দিল্লিতে নিউজিল্যান্ডের দেওয়া ৭০ রানের লক্ষ্য ৯ দশমিক ১ ওভারেই টপকে যায় ভারত।
২০
টেস্টে তৃতীয়বার ম্যাচের ২০ উইকেটই নিয়েছেন ভারতের পেসাররা। এর আগে, ২০১৮ সালে জোহানেসবার্গ ও ২০২১ সালে ট্রেন্ট ব্রিজে ২০ উইকেট নেন ভারতীয় পেসাররা।
-
আরও পড়ুন : বিপিএলে মাশরাফী খেলবেন কি না, জানাল সিলেট
২৫
দুইদিনের মধ্যে শেষ হওয়া ২৫তম টেস্ট এটি। এর মধ্যে ১১টিতেই জড়িয়ে আছে দক্ষিণ আফ্রিকা। আবার ১১টির মধ্যে ৯টিতেই হেরেছে প্রোটিয়ারা; সেই হিসেবে সবচেয়ে বেশি টেস্ট হারার রেকর্ডও প্রোটিয়াদের। আর সবচেয়ে বেশি ৯টিতে জিতেছে ইংল্যান্ড। অন্যদিকে তিনটির মধ্যে তিনটিই জিতেছে ভারত।
৬০ দশমিক ২২
শতকরা হিসাবে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে এইডেন মার্করামের রান। যা দক্ষিণ আফ্রিকার রেকর্ড। এতে হার্বি টেলরের রেকর্ড ভেঙেছেন এই ওপেনার।