ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪ , ০৮:৪৪ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশের যুবারা। এরপর আরব আমিরাত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে নতুন বছরের প্রথম মিশনে আবারও ভারতে বিপক্ষে মাঠে নামবে টাইগার যুবারা।

বিজ্ঞাপন

শনিবার (২০ জানুয়ারি) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে মোকাবিলা করবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

এই ম্যাচ জিতে আসরের শুরুটা ভালো করতে চায় বাংলাদেশ যু্ব দলের অধিনায়ক মাহফুজুর রহমান। কঠিন প্রতিপক্ষ হলেও, এশিয়া কাপে ভারতকে হারানোর অভিজ্ঞা এখানেও কাজে লাগাতে চায় তারা।

বিজ্ঞাপন

অন্যদিকে এশিয়া কাপের হারের প্রতিশোধ নিতে মরিয়া ভারতের যুবারা। তাই নিজেদের সেরা খেলা খেলতে চায় তারা। সেই সঙ্গে জয় দিয়ে বিশ্বকাপ শুরুর লক্ষ্য নিয়েই মাঠে নামবে উদায়-আমানরা।

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় পাওয়ায় বেশ ফুরফুরে মেজাজে রয়েছে মাহফুজ-শিবলিরা।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |