ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

বাবরকে হটিয়ে শীর্ষস্থান দখল করল নাঈম শেখ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪ , ০৯:০৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

চলমান বিপিএলে মাঠে লড়াইয়ে ছাড়াও জমে উঠেছে ব্যক্তিগত অর্জনের প্রতিযোগিতা। যেখানে জাতীয় টি-টোয়েন্টি দলের ওপেনার হিসেবে ফিরতে লড়াই করছেন মোহাম্মদ নাঈম ও এনামুল হক বিজয়। গত বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নেওয়া রনি তালুকদার এবার ব্যাট হাতে আলো ছাড়াতে পারছেন না। তাই এই সুযোগ কাজে লাগাতে চায় নাঈম-বিজয়রা।

বিজ্ঞাপন

শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল ঢাকার। প্রথম ম্যাচে জয়ের জন্য মিরপুরের ২২ গজে যখন বিজয়-শান্তরা ঘাম ঝরাচ্ছেন, তখন পরের ম্যাচে মাঠে নামার জন্য একাডেমি মাঠে একান্তে ব্যাটিং অনুশীলন করেন নাঈম শেখ। লক্ষ্য কুমিল্লার বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়াতে হবে।

এদিন প্রায় এক ঘণ্টা ধরে নেটে ব্যাটিং অনুশীলন করেন নাঈম শেখ। চলতি বিপিএল দল খারাপ করলেও ব্যাট হাতে ছন্দে রয়েছেন এই টাইগার ক্রিকেটার। পরিশ্রম করার ফল ও পেয়েছেন কয়েক ঘণ্টার মধ্যে। প্রথমে ব্যাটে নেমে ৪৫ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

বিজ্ঞাপন

চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই দল নির্বাচনের ক্ষেত্রে বেশ গুরুত্ব পাবে বিপিএলের পারফরম্যান্স। তাই এই বিপিএলকে কাজে লাগিয়ে জাতীয় দলে ফিরতে চান ক্রিকেটারা। তবে টি-টোয়েন্টি দল তামিম ইকবাল না থাকায় এখনও ভালো মানের ওপেনার খুঁজে পায়নি বিসিবি।

তাই এই বিপিএলে ওপেনার হিসেবে যারা ব্যাট করছেন, তাদের মধ্যে সেরা পারফর্মারদের উপর নজর থাকবে নির্বাচকদের। যেখানে ভালো ভাবেই এগিয়ে আছেন এনামুল হক বিজয় ও নাঈম শেখ।

এখনও পর্যন্ত চলতি বিপিএলে ৮ ম্যাচে ২৫৬ রান করে বাবর আজমকে সরিয়ে সর্বোচ্চ রান সংগ্রহক নাঈম শেখ। ৬ ম্যাচে ২৫১ রান করে দ্বিতীয় স্থানে আছে বাবর। তৃতীয় স্থানে রয়েছে বরিশালে হয়ে ৭ ম্যাচে ২৩৭ রান করা মুশফিকুর রহিম। এ ছাড়াও মুশফিকের সমান ম্যাচ খেলে ২২৮ রান করে চার নম্বরে অবস্থান করছে বিজয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |