নানান সমালোচনার পর প্রধান নির্বাচকের পদ থেকে মিনহাজুল আবেদীন নান্নুকে থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জায়গায় প্রধান নির্বাচক রূপে দায়িত্ব পালন শুরু করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু। আব্দুর রাজ্জাকের সঙ্গে এই কমিটিতে এবার নতুন মুখ হান্নান সরকার।
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালনে এখনও দেরি থাকলেও মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হন নতুন প্রধান নির্বাচক। নির্বাচক হান্নান সরকারও তার সঙ্গে ছিলেন।
এদিকে টাইগারদের হেড কোচ হিসেবে কাজ করছেন লঙ্কান মাস্টারমাইন্ড চন্ডিকা হাথুরুসিংহে। গুঞ্জন আছে, যেকোনো সিরিজে দল নির্বাচনে টাইগারদের কড়া হেডমাস্টারের প্রভাব থাকতো। গণমাধ্যমে মুখোমুখি হওয়ার পর প্রধান নির্বাচকের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়।
জবাবে রহস্য রেখেই দেন গাজী আশরাফ। হাসিমুখে তার ভাষ্য, বল ইজ নট ইয়েট ডেলিভার্ড। লেট দ্য বল কাম অ্যান্ড লেট মি প্লে দ্য বল (বল এখনও করা হয়নি। আগে বলটা আসতে দিন, আমাকে খেলতে দিন)।
এর আগে, প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার পর সাবেক এই অধিনায়কের মন্তব্য, আমি বিশ্বাস করি যে স্বাধীনভাবে না হলে কাজ করে আনন্দ নেই। রাস্তা সব সময় খোলা আছে, আসার রাস্তাও খোলা, যাওয়ার রাস্তাও খোলা।
তিনি আরও বলেন, স্বাধীনতা থাকবে। এই ব্যাপারে আমার সঙ্গে কথা হয়েছে। আগের প্রক্রিয়াটা নিয়ে কথা বাড়াতে চাই না। এটা নিয়ে অনেক কথা হয়েছে। আমরা জানি যে এটা অনেক বড় একটা প্রক্রিয়া ছিল। তবে যেহেতু দল নির্বাচন সেহেতু অধিনায়ক-কোচ অবশ্যই জড়িত থাকবেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে যে সিস্টেম আছে সেটার মধ্যেই আমরা রাখার চেষ্টা করবো।