ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বললেন লিপু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ , ০৭:২৭ পিএম


loading/img

ঘরোয়া টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টি দিয়ে দীর্ঘ ৭ মাস পর মাঠের ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। টুর্নামেন্টে ৪টি ম্যাচ খেলে দুটি হাফসেঞ্চুরিও করেছেন দেশসেরা এই ওপেনার।

বিজ্ঞাপন

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ফেব্রুয়ারি-মার্চে। আলোচনা উঠেছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা নিয়ে। 

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। 

বিজ্ঞাপন

এ সময় তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা প্রসঙ্গে লিপু বলেন, ‘তামিম ইকবাল খেলা শুরু করেছেন এটা আশার খবর। আমার বিশ্বাস এটাও অতি দ্রুত অবহিত হবো যে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সে অ্যাভেইলেবল থাকবে কি না। যদি থাকে তাহলে সেটা দারুণ ব্যাপার হবে।’

লিপু আরও বলেন, ‘এর আগে ভিন্ন একটা বোর্ড ছিল, সেখান মতপার্থক্য ছিল, অনেক ইস্যু ছিল। কিন্তু আমার বিশ্বাস নতুন বোর্ডের অধীনে একটা তো আশার আলো দেখাই যাচ্ছে, তিনি ক্রিকেটের মাঠে ফিরে এসেছেন।’

তামিম সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন গত বছরের সেপ্টেম্বরে। তার জাতীয় দলে ফেরার বিষয়ে নির্বাচক কমিটি আলোচনা করবে বলেও জানান গাজী আশরাফ লিপু। তিনি বলেন ‘প্রত্যাশা অনুযায়ী একটা বড় আসরের জন্য নিজেকে প্রস্তুত করছে।

বিজ্ঞাপন

এখানে আমরা তার সঙ্গে নিশ্চয়ই আলাপ করার মতো পর্যায়ে চলে গেছি। আমার বিশ্বাস সেটার জন্য বোর্ড এবং নির্বাচক দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা সমাধানের রাস্তা বিস্তৃত করবে।’

বিজ্ঞাপন

তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে তামিমকে পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচক। তিনি বলেন ‘তামিমকে আরও শাণিত ও ফিটনেস উন্নত করতে হবে।  সে নিশ্চয়ই জানে বৈশ্বিক আসরে খেলার জন্য নিজেকে কীভাবে শাণিত ও প্রস্তুত করতে হয়। 

আরটিভি/এমএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |