ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

এনডিই ইনফ্রাস্ট্রাকচার ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ , ০৩:১৩ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

চার দিনব্যাপী ‘এনডিই ইনফ্রাস্ট্রাকচার ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধন করা হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ ক্লাবে এই উদ্বোধন করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অনুষ্ঠানে আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
চার দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ ৮০০ জন গলফার অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, আর্মি গলফ ক্লাবের সদস্যবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি, খেলোয়াড় ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |