চলমান বিপিএল ও টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন তাওহীদ হৃদয় এবং এরপর সেঞ্চুরি করেন উইল জ্যাক। এবার তাদের পাশে নাম লেখালেন তানজিদ হাসান তামিম। খুলনা টাইগার্সের বিপক্ষে ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। এতে বেশ কয়েকটি রেকর্ডে ভাগ বসিয়েছেন জুনিয়র তামিম।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নিজেদের লিগ পর্বের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামকে দুর্দান্ত শুরু এনে দেয় তানজিদ হাসান তামিম। ৫৮ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। ৬৫ বলে ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার।
সামগ্রিকভাবে বিপিএলে এটি পঞ্চম সর্বোচ্চ স্কোর। সমান ১১৬ রানের ইনিংস খেলেছেন আরও দুজন। ক্রিস গেইল ও লেন্ডন সিমন্সের আছে ১১৬ রানের ইনিংস।
বিপিএলের দশ আসরে মধ্যে এটি দেশি ক্রিকেটারদের মাঝে তৃতীয় সর্বোচ্চ স্কোর। সবার ওপরে আছে টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবালের অপরাজিত ১৪১ রানের ইনিংস। এরপরেই আছে সাব্বির রহমানের ১২২ রান।
চলমান বিপিএলে এটাই সর্বোচ্চ স্কোর। ছাড়িয়ে গিয়েছেন উইল জ্যাকস ও তাওহিদ হৃদয়ের ১০৮ রানের ইনিংস। বিপিএলের ইতিহাসে চট্টগ্রামের মাঠে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর।
বিপিএলের আগের নয় আসর এবং চলতি বিপিএলে তামিম, হৃদয় ও উইল জ্যাকের শতক রানে মোট ৩২ টি সেঞ্চুরি হয়েছে। যেখানে পাঁচটি সেঞ্চুরির মালিক ক্যারিবিয়ান তরকা ক্রিকেটার ক্রিস গেইল।
জনসন চালর্স ও তামিম ইকবালের রয়েছে দুটি করে শতক রানের ইনিংস। তা ছাড়া বাকি সবার একটি করে সেঞ্চুরি রয়েছে। তাই ষষ্ঠ বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করে গেইলদের পাশেও বসেছেন জুনিয়র তামিম।