ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

পুত্র সন্তানের বাবা হলেন কোহলি, জানালেন ছেলের নাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:০২ পিএম


loading/img
ছবি-সংগৃহীত

ঘরের মাঠে চলমান ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিরাট কোহলি। যা নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এবার জানা গিয়েছে কোহলির ছুটির নেওয়ার আসল কারণ। সন্তানসম্ভবার স্ত্রী আনুশকার পাশে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আনুশকা ও কোহলির ঘর আলোকিত করে কন্যার পর এবার এসেছে পুত্র সন্তান। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে সুখবরটি নিজেই দিয়েছেন কোহলি।

কোহলির ইংল্যান্ড সিরিজ থেকে ছুটি নেওয়ার কারণটি পুরোপুরি গোপন রাখেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এমনকি খবরটিও দিয়েছেন সন্তান পৃথিবীতে আসার পাঁচ দিন পর। 

বিজ্ঞাপন

নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে কোহলি লিখেছেন, সবাইকে খুশির সঙ্গে জানাচ্ছি যে আগামী ১৫ ফেব্রুয়ারি আমরা আমাদের পুত্র সন্তান ও ভামিকার ছোট ভাইকে এ পৃথিবীতে স্বাগতম জানিয়েছি। আমাদের এমন সুন্দর মুহূর্তে আপনাদের আশীর্বাদ চাই।

এ সময় সমর্থকদের তাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রাখতেও অনুরোধ করেন কোহলি। এ ছাড়াও সন্তানের নামও রেখেছেন কোহলি-আনুশকা দম্পতি। নিজেদের নামের সঙ্গে মিলিয়ে পুত্রের নাম রেখেছেন অকয়।

২০১৭ সালের ১১ ডিসেম্বর ভালোবেসে  বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে তাদের কোলজুড়ে আসে প্রথম কন্যা সন্তান ভামিকা।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |