• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

সৌম্যের নট-আউটে বাংলাদেশ-শ্রীলঙ্কা বিতর্কের নতুন অধ্যায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ মার্চ ২০২৪, ২২:২৬
বাংলাদেশ-শ্রীলঙ্কা
ছবি-সংগৃহীত

শ্রীলঙ্কার দেওয়া ১৬৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। তবে চতুর্থ ওভারে জন্ম নেয় নতুন বিতর্কের। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই বিতর্ক; যার শুরু হয়েছিল নাগিন ডান্স দিয়ে, এরপর টাইমড আউট বিতর্ক। এবার আল্ট্রা-এজ বিতর্ক।

বিনুরা ফান্দান্দোর শর্ট লেংথের বলটা ঠিকঠাক খেলতে পারলেন না সৌম্য সরকার। উইকেটের পেছনে কুশাল মেন্ডিসের গ্লাভসে যেতেই জোরাল আবেদনে আঙুল তুলে দিলেন আম্পায়ার গাজী সোহেল। কিন্তু সঙ্গে সঙ্গেই রিভিউ নেন সৌম্য।

এরপর তাকিয়ে থাকলেন বড় পর্দার দিকে। সেখানে আল্ট্রা-এজে স্পাইক দেখার পর ড্রেসিংরুমের দিকে হাঁটতেও শুরু করেছিলেন সৌম্য। চোখেমুখে তখন আরেকটি সুযোগ নষ্ট করার হতাশা। সেই হতাশা কিছুক্ষণের মধ্যেই আনন্দে রূপ নেই। কারণ আল্ট্রা-এজে স্পাইক দেখানো সত্ত্বেও টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান ঘোষণা করলেন, বল ব্যাটে লাগেনি। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত তাই বদলে যায়।

থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল জানালেন, স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে দূরত্ব রয়েছে। তাই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেন তিনি। ফলে রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে গেলেন সৌম্য।

টিভি আম্পায়ারের এমন সিদ্ধান্ত বদলে সন্তুষ্ট হতে পারেনি শ্রীলঙ্কা। অনফিল্ড আম্পায়ারকে ঘিরে ধরে তর্কে জড়ায় তারা। মাঠে যখন শিষ্যরা প্রতিবাদ জানাচ্ছিলেন, মাঠের বাইরে তাদের গুরু কোচ ক্রিস সিলভারউডও বসে থাকেননি। ড্রেসিংরুম থেকে বেরিয়ে শরণাপন্ন হন চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদের। যদিও তাতে কোনো কিছু বদলায়নি। এরপরই খেলা আবার শুরু হয়ে গেছে।

অবশ্য থার্ড আম্পায়ারের ‘বিতর্কিত’ সিদ্ধান্তে নতুন জীবন পাওয়ার পরেও ইনিংস বড় করতে পারেননি সৌম্য। ব্যক্তিগত ১৪ রানের মাথায় রিভিউ নিয়ে বেঁচে যাওয়ার পর পাথিরানার শিকার হয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে ২২ বলে করেছেন ২৬ রান।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই যেন একের পর এক বিতর্ক। যার সর্বশেষ সংযোজন গত বিশ্বকাপে টাইমড আউট। এর আগে নাগিন নাচ দুই দলের মহারণে ট্রেডমার্ক হয়ে আছে। যে কারণে সমর্থকদের মধ্যেও আলাদা উত্তেজনা রয়েছে দুই দলের লড়াই ঘিরে। সৌম্যর আজকের নট আউটের ঘটনা নিয়েও নতুন করে আলোচনা সমালোচনা হতে পারে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৩ ডিসেম্বর)
বাংলাদেশ ব্যাংকের বিশেষ বিধান জারি
দুই প্রকল্পে বিশ্বব্যাংক থেকে ১০৮০০ কোটি টাকা ঋণ পাচ্ছে বাংলাদেশ
২৫ ক্যাডারের নতুন সংগঠন