অফফর্মে কারণে একদিন আগেই জাতীয় দল থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন কুমার দাস। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের স্কোয়াডে জায়গা হয়নি তার। নতুন বলে অধারাবাহিক হওয়ার কারণেই ৫০ ওভারের সংস্করণে নির্বাচকদের আস্থা হারিয়েছেন তিনি।
দল থেকে বাদ পড়ার পরই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিরেছেন ক্ল্যাসিক এই ব্যাটার। তবে ঘরোয়া এই টুর্নামেন্টেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি উইকেটকিপার এই ব্যাটার।
রোববার (১৭ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে শাইনপুকুরের মুখোমুখি হয় আবাহনী। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৬৯ রানে অলআউট হয় শাইনপুকুর। জবাবে আবাহনীর হয়ে ওপেনিংয়ে নামেন নাঈম শেখ ও সাব্বির হোসেন। তবে ১১ বলে ১৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাব্বির।
এরপর ক্রিজে নামেন লিটন। ওয়ান-ডাউনে ব্যাট করতে নেমে জাতীয় দল থেকে সদ্য বাদ পড়া উইকেটরক্ষক এই ব্যাটারকে শুরু থেকেই রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। আরাফাত সানির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে মোটের ওপর ৫ রান।
উল্লেখ্য, আগামী ২২ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ। সেই সিরিজের আগে ডিপিএল-ই নিজেকে প্রমাণের সুযোগ লিটনের। কিন্তু সেখানেও সফল হতে পারলেন না ডানহাতি এই ব্যাটার।