ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ভেঙে পড়েছে মিরপুর স্টেডিয়ামের ডিজিটাল স্কোরবোর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ৩১ মার্চ ২০২৪ , ০৮:৫৫ পিএম


loading/img
ছবি-সংগৃহীত

রাজধানীতে ভোর থেকে মিরপুরে দমকা বাতাসের সঙ্গে বজ্রসহ বৃষ্টি হয়েছে। সেই কালবৈশাখী ঝড়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৩১ মার্চ) তিন ম্যাচের টি-টোয়ন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় ম্যাচটি শুরু হয়। তার আগেই নজরে আসে ভাঙা স্কোরবোর্ডটি। তারপর একজন মাঠ কর্মী এসে ভাঙা অংশগুলো সেখান থেকে সরানোর কাজ শুরু করেন।

এ ব্যাপারে বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ভোররাতে অনেক ঝড় হয়েছে। তাতে জায়ান্ট স্ক্রিন ভেঙে গেছে। এ ছাড়াও পেছনের অংশে একটি দেয়ালও ভেঙে পড়েছে। এখনও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়নি। আমরা দেখছি কীভাবে করা যায়, দ্রুত শুরু করবো।

বিজ্ঞাপন

অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে ভর করে ১২৬ রানের লড়াকু পুঁজি পায় স্বাগতিকরা। জবাব দিতে  উইকেট না হারিয়ে ১৩ ওভারেই  জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |