নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সাত উইকেটের দাপুটে জয় পায় পাকিস্তান। সে ম্যাচে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলে টি-টোয়েন্টিতে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ডের মালিক হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। এরপর নিজ দলের সতীর্থ রিজওয়ানকে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান বলে অভিহিত করেছেন শাহিন শাহ আফ্রিদি।
এই কীর্তি গড়তে রিজওয়ানকে খেলতে হয়েছে ৭৯ ইনিংস। তাতেই ছাড়িয়ে যান ৮১ ইনিংসে ৩ হাজার রান করা বাবর আজম ও বিরাট কোহলিকে।
রেকর্ড গড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রিজওয়ানকে অভিনন্দন জানিয়েছেন শাহিন আফ্রিদি। তার মতে, রিজওয়ান টি-টোয়েন্টির ব্র্যাডম্যান আর পাকিস্তানের সুপারম্যান।
আফ্রিদি লিখেছেন, টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যাডম্যান ও পাকিস্তানের সুপারম্যান মোহাম্মদ রিজওয়ানকে তিন হাজার রানের জন্য অভিনন্দন। আপনার প্রভাব ক্রিকেট খেলাটাকেই বদলে দিয়েছে, চুপ করিয়ে দিয়েছে সংশয়বাদীদের। উড়তে থাকুন, আপনি অনেকের জন্য অনুপ্রেরণা।
সর্বকালের অন্যতম সেরা ব্যাটার ডন ব্র্যাডম্যান। ৫২ টেস্ট খেলে তার ঈর্ষণীয় ৯৯.৯৪ গড় এখনো অনেকের চোখেমুখে বিস্ময় জাগিয়ে তোলে। সাবেক এই অজি ব্যাটার যখন খেলতেন তখন টি-টোয়েন্টি তো দূরের কথা ওয়ানডে ক্রিকেটও ভূমিষ্ঠ হয়নি। তার সঙ্গে অনেকেরই তুলনা করা হয়েছে। এবার সেই তালিকায় যোগ হলেন মোহাম্মদ রিজওয়ানও।
শুধু পোস্ট দিয়েও অবশ্য বসে থাকেননি আফ্রিদি। রিজওয়ানের সম্মানে একটি পার্টিরও আয়োজন করেছিলেন তিনি। এই উইকেটকিপারও সতীর্থের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, আমার জন্য আরেকটি দারুণ উদযাপনের আয়োজন করায় এবং পাকিস্তান দলের তারকাদের একত্রিত করার জন্য শাহিন শাহ আফ্রিদিকে অনেক ধন্যবাদ। আমার সব সতীর্থ এবং আমাদের অসাধারণ সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা।