• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

ইতিহাস গড়ে নারীদের বিশ্বকাপে স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ মে ২০২৪, ১৩:৫৬
স্কটল্যান্ড
ছবি- সংগৃহীত

ইতিহাস গড়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করেছে নিয়েছে স্কটল্যান্ড। আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপে খেলা নিশ্চিত করল তারা। বাছাইপর্বের ফাইনালে ওঠায় তাদের বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নেয় স্কটল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১১০ রান তোলে আইরিশ নারীরা। জবাবে মেগান ম্যাককলের অর্ধশতে ২২ বল হাতে রেখে জয় তুলে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকেট কাটে স্কটিশ নারীরা।

উল্লেখ্য, চলতি বছরের ৩ অক্টোবর থেকে বাংলাদেশের দুটি ভেন্যুতে (মিরপুর ও সিলেট) বৈশ্বিক এই টুর্নামেন্টের নবম আসর বসবে। দুটি গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল অংশ নেবে। এর মধ্যে আটটি দল চূড়ান্ত হয়েছে। এ ছাড়া বাছাইপর্ব উতরে স্কটল্যান্ড এবং শ্রীলঙ্কা বৈশ্বিক এই টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে।

‘এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত ও বাছাইপর্বের একটি দল খেলবে। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও বাছাইপর্বে উতরে আসা আরেকটি দল অংশ নেবে।

গ্রুপ পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ২৩টি ম্যাচ মাঠে গড়াবে। মিরপুর হোম অব ক্রিকেট এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড-২’তে বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে। আর বিকেএসপিতে হবে প্রস্তুতি ম্যাচ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির সংগ্রহশালায় ইতিহাস গড়া ২০ জার্সি
ইতিহাস গড়ার লড়াইয়ে শেষ হাসি ট্রাম্পের
লাল বলের ক্রিকেটে জ্যোতির ইতিহাস
২৩ ডিসেম্বর: ইতিহাসে আজকের এই দিনে