ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

সাইফউদ্দিনকে নিয়ে নতুন ব্যাখ্যা হাথুরু-শান্তর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৫ মে ২০২৪ , ০৫:৫৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের জন্য গত ৩০ এপ্রিলই স্কোয়াড পাঠিয়েছিল বাংলাদেশ। সেই তালিকায় ছিলেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। 

বিজ্ঞাপন

এবারের বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কেড়েছিলেন সাইফউদ্দিন; ফলে জিম্বাবুয়ে সিরিজের দলে ডাক পেয়েছিলেন এই পেসার। তবে রোডেশিয়ানদের বিপক্ষে সিরিজ শেষে ঘোষিত বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। তার পরিবর্তে তানজিম হাসান সাকিবকে দলে নেওয়া হয়েছে।

সাইফউদ্দিনকে দল থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে মঙ্গলবার (১৪ মে) বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু জানিয়েছিলেন, জিম্বাবুয়ে সিরিজের ম্যাচগুলোতে ইয়োরকার ডেলিভারি করতে ব্যর্থ হয়েছেন তিনি। তাকে আরও উন্নতি করতে হবে।

বিজ্ঞাপন

এবার নতুন করে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বুধবার (১৫ মে) দুপুরে মিরপুর শের–ই-বাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশন শেষে সংবাদ সম্মেলনে বিশ্বকাপের প্রস্তুতি–লক্ষ্য ও দল বাছাই নিয়ে নানান প্রশ্নের উত্তর দেন তারা।

সাইফউদ্দিনকে বাদ দেওয়া ও তানজিমকে দলে নেওয়ার বিষয়ে হাথুরুসিংহের ভাষ্য, ‘আমরা দুজনকেই সুযোগ দিয়েছি। সাকিব একটু জোরে বল করে। সাইফউদ্দিনের চেয়ে জোরে। দুজনকে বিভিন্ন অবস্থায় সুযোগ দিয়ে দেখেছি এবং সে চাপের মুখে ভালো করে। আর সে দলের সঙ্গে লম্বা সময় ধরে আছে। তাই সাকিবকে বেছে নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

একই প্রশ্নে শান্তর দাবি, ‘দল নির্বাচন নিয়ে আমরা সবাই অনেক আগে থেকে আলোচনা করছিলাম। শুধু জিম্বাবুয়ে সিরিজ নয়; এর আগেও। আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্ত এটা। আর সাকিব-সাইফউদ্দিন, যেটা কোচও বলেছেন, সাকিবের পেসটা বেশি। আমি ডিটেইল বলতে চাই না। তবে (দুজনের প্রতিযোগিতা) খুব ক্লোজ ছিল।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |