রিয়াল মাদ্রিদের শিরোপা উল্লাসের দিনে ৫৩ জন দর্শক গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে রেকর্ড ১৫তম শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। শিরোপা লড়াইয়ের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। কিন্তু এই ম্যাচকে কেন্দ্র করে ৫৩ জন দর্শককে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
শনিবার (১ মে) রাতে ভিনি-রদ্রিগোরা যখন শিরোপা জয়ের জন্য মাঠে কঠিন পরীক্ষা নিচ্ছে ডর্টমুন্ডের, তখন মাঠের ভেতরে ঢুকে যান কয়েকজন দর্শক। স্টেডিয়ামের নিরাপত্তা ভাঙার চেষ্টা করেন আরও অনেকেই। এসব কারণে মোট ৫৩ জনকে গ্রেপ্তার করেছে হয়েছে।
এদিন ম্যাচের প্রথম মিনিটেই তিনজন সমর্থক মাঠে ঢুকে যান। এজন্য কয়েক মিনিট বন্ধ রাখতে হয় খেলা। লন্ডনের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, টিকিট ছাড়া স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করা বেশ কয়েকজন দর্শককেও গ্রেপ্তার করা হয়েছে।
মাঠে ঢুকে পড়া দর্শকদের কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে ওয়েম্বলি স্টেডিয়ামের কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সমর্থন দেওয়ার কথাও জানিয়েছে তারা।
এর আগে২০২১ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছিল এই ওয়েম্বলি স্টেডিয়ামে। ইংল্যান্ড ও ইতালির মধ্যকার ওই ম্যাচেও দর্শক ও অফিসিয়ালদের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। কয়েকজন টিকিট ছাড়াই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেছিল।
মন্তব্য করুন