ডি গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়েছিল নেদারল্যান্ডস। নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া দুই দল এবার একে অপরের মুখোমুখি হয়েছে।
শনিবার (৮ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস ডাচদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম।
দুই দলই প্রথম ম্যাচের অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নামছে।
নেদারল্যান্ডসের একাদশ : ম্যাক্স ও’ডড, মাইকেল লেভিট, বিক্রম সিং, স্কট এডওয়ার্ড (অধিনায়ক), তেজা নিদামানুরু, বাস ডি লিডে, সাইব্রান্ড এংগেলব্রেচট, লরগান ফন বিক, টিম প্রিংগেল, পল ফন মিকিরেন ও ভিব কিংমা।
দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মারক্রাম (অধিনায়ক), হেইনরিচ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জেনসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, আইনরিখ নর্কিয়া ও ওটনিল বার্টম্যান।