ভারত-পাকিস্তান মহারণ : যাদের দিকে নজর থাকবে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৯ জুন ২০২৪ , ০৩:০৬ পিএম


ভারত-পাকিস্তান
ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। টানা দ্বিতীয় জয় তুলে শেষ আটের পথে এগিয়ে যেতে চায়, আত্মবিশ্বাসী ভারত। 

বিজ্ঞাপন

অন্যদিকে চাপে থাকা পাকিস্তানের কাছে এ ম্যাচ শুধু মর্যাদার নয়, বাঁচা-মরার লড়াইও। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে হেরে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে দলটি। সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া কোনো কিছুই ভাবার সুযোগ নেই বাবর আজমদের।

তবে এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বেশ কিছু খেলোয়াড়। এটি তাদের মধ্যকার পারস্পরিক লড়াইও।

বিজ্ঞাপন

বিরাট কোহলি বনাম মোহাম্মদ আমির

টি-টোয়েন্টিতে এখনও বিরাটকে প্যাভিলিয়নের পথ দেখাতে পারেননি আমির। সব ধরনের ক্রিকেটে এখন পর্যন্ত দুইবার কিং কোহলিকে সাজঘরে পাঠিয়েছেন আমির। দুইবারই ওয়ানডে ফরম্যাটে। এর মধ্যে একবার ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে। সেবার একাই পুরো ভারতীয় দলকে ধসিয়ে দিয়েছিলেন এই পেসার। এরপর ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে কোহলির উইকেট শিকার করেছিলেন আমির। আমিরের গতিময় বোলিংয়ে ৬০ বলে ৫৬ রানে প্যাভিলিয়নে ফেরেন কোহলি।

অন্যদিকে আমিরের ওভারে এখনও কোনো ছক্কা হাঁকাতে পারেননি কোহলি। তাই বিরাটের সঙ্গে বাঁহাতি এই পেসারের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

বিজ্ঞাপন

রোহিত শর্মা বনাম শাহিন শাহ আফ্রিদি

বাঁহাতি পেসারদের বিপক্ষে বেশ দুর্বলতা আছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। আর সেটা যদি হয় শাহিন শাহ আফ্রিদি, তাহলে তো কথাই নেই। এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছেন তারা। এর মধ্যে তিনবার রোহিতকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন আফ্রিদি।

পাকিস্তানি এই পেসারের বিপক্ষে ৬২ বল মোকাবিলায় ৫২ রান করেছেন রোহিত। ৫ চারের বিপরীতে হাঁকিয়েছেন ৩ ওভার বাউন্ডারি। তাই এবারের দেখায় নিজেদের পাল্লা ভারী করতে চাইবেন তারা।

জাসপ্রিত বুমরাহ বনাম বাবর আজম

ভারতের অন্যতম সেরা পেসার বুমরাহ। তবে এখন পর্যন্ত বাবর আজমকে আউট করতে পারেননি তিনি। বুমরাহর বিপক্ষে এখন পর্যন্ত ৪৯টি বল খেলেছেন পাকিস্তানি অধিনায়ক। ৪ চারের মারে করেছেন ৩৫ রান। তাই এবার অবশ্যই বাবরের উইকেট নেওয়ার প্রত্যাশা করবেন বুমরাহ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission