• ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাংবাদিকের ফোন কেড়ে পুলিশকে দিলেন সাকিব, যা বললেন প্রত্যক্ষদর্শী 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ জুন ২০২৪, ১৩:৩১
সাকিব আল হাসান
ছবি- বিসিবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজেভাবে আউট হয়ে ছিলেন সাকিব আল হাসান। আগের ম্যাচেও ছিলেন ব্যর্থ। তবে প্রোটিয়াদের বিপক্ষে হারের পর টিম বাসের সামনে থেকে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশের হাতে তুলেন দেন এই টাইগার অলরাউন্ডার। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ছে।

তবে এই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক। এক ভিডিওতে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর দল যখন টিম বাসে উঠছিল, তখন সাকিবের সঙ্গে দেখা করতে সেখানে উপস্থিত হন তার স্ত্রী এবং তিন সন্তান। কারণ, সেখান থেকে বিমানবন্দর গিয়ে টাইগাররা সরাসরি ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিবেন।

‘পারিবারের সঙ্গে তার এই ব্যক্তিগত মুহূর্ত যাতে সামাজিক মাধ্যমে না আসে, তাই সাকিব সেখানে উপস্থিত সাংবাদিকদের অনুরোধ করেন যে কোনো ভিডিও বা ছবি যেনও না তোলা হয়। তবে এর কিছুক্ষণ পর এক সাংবাদিকের দিকে লক্ষ্য করে সাকিব বলেন, আপনি কি ছবি তুলছেন। আমি দেখতে পারি আপনার ফোনটা।’

‘আপনি ফোন সরাবেন না। এরপর সাকিব সেই সাংবাদিকের কাছে এসে ফোনটা নিয়ে টিম বাসের পাশে উপস্থিত নিরাপত্তাকর্মীর হাতে তুলে দেন। এরপর তিনি পরিবারের সঙ্গে বিদায় নেন। অন্যদিকে আইসিসির নিয়োজিত নিরাপত্তাকর্মীর এসে সাংবাদিকদের জিজ্ঞাসা করতে থাকে যে ছবি তুলেছে কিনা এবং খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন বলতে কিছু আসে সেটা বোঝাতে থাকেন।’

‘সেখানে উপস্থিত সাংবাদিকরা বোঝাতে থাকেন যে, তিনি কোনো ছবি বা ভিডিও করেননি। কিছুক্ষণ পরে সেখানে আবারও উপস্থিত হন সাকিব। তিনি সেই সাংবাদিককে বলেন, আপনি যদি কোনো ছবি না ভিডিও করেও থাকেন, সেটা যেনও সামাজিক যোগাযোগমাধ্যমে না দেন। সেখানেই শেষ হয় এই ফোন বিতর্ক।’

সম্প্রতি ২২ গজে সময়টা ভালো যাচ্ছে না সাকিবের। বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনো উইকেট শিকার করতে পারেননি তিনি। এ ছাড়া ব্যাট হাতেও আলো ছড়াতে পারেননি। তাই সবকিছু মিলিয়ে মানসিকভাবে বেশ চাপেই আছেন দেশসেরা এই ক্রিকেটার।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুনামগঞ্জ সীমান্তে পোশাকধারী ভুয়া পুলিশ আটক
পুলিশের আরও ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
লোহাগড়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
একযোগে ৪১ পুলিশ কর্মকর্তাকে বদলি