ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

সুপার এইটে উঠতে ভারতের মামুলি লক্ষ্য

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১২ জুন ২০২৪ , ১০:১৩ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

হারলেই বিদায়ের শঙ্কা, আর জয় পেলেই নিশ্চিত সুপার এইট; এমন সমীকরণে বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে অল্পতেই আটকে দিয়েছে ভারত।

বিজ্ঞাপন

বুধবার (১২ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার এইটে ওঠার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রানের পুঁজি দাঁড় করিয়েছে স্বাগতিকেরা। 

ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে বড় ধাক্কা খায় যুক্তরাষ্ট্র। অর্শদীপের প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন শায়ান জাহাঙ্গীর। এরপর ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন টপ-অর্ডার ব্যাটার আন্দ্রিস গাউস। 

বিজ্ঞাপন

দলীয় ৩ রানে জোড়া উইকেট খোয়ানোর পর হাল ধরেন অ্যারন জোন্স এবং স্টিভেন টেলর। তবে বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি জোন্স। পান্ডিয়ার বলে ফাইন লেগে মোহাম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার।

পাঁচে নেমে ভারতীয় বোলারদের তোপের সামনে স্টিভেন টেলরকে নিয়ে প্রতিরোধ গড়েন নিতিশ কুমার। তবে ২৬ বলে ৩১ রানে ভাঙে এই জুটি। অক্ষরের বলে ২ ছক্কায় ২৪ রানে প্যাভিলিয়নে ফেরেন টেলর। 

এরপর রানের চাকা সচল রাখেন নিতিশ। তবে মোহাম্মদ সিরাজের দুর্দান্ত এক ক্যাচে তাকেও প্যাভিলিয়নে ফেরেন। ফেরার আগে ২ চার ও ১ ছক্কায় ২৩ বলে ২৭ রানের ইনিংস সাজান তিনি।  

বিজ্ঞাপন

শেষ দিকে কোরি অ্যান্ডারসনের ১২ বলে ১৫ এবং শ্যাডলির ১০ বলে ১১ রানের ক্যামিওতে ১১০ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |