সাকিবকে নিয়ে রহস্যময় পোস্ট লস অ্যাঞ্জেলেসের
মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) ‘লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স’র হয়ে মাঠ মাতাছেন সাকিব আল হাসান। ইতোমধ্যেই দলটির হয়ে তিনটি ম্যাচে মাঠেও নেমেছেন এই অলরাউন্ডার। তবে প্রতিবারই ব্যাট-বলে নিষ্প্রভ এক সাকিবের দেখা মিলেছে।
লাল-সবুজের এই প্রতিনিধিকে ফর্মে ফেরাতে এবার ভিন্ন এক উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। টাইগার অলরাউন্ডারকে নিয়ে নিজেদের ফেসবুক পেজে রহস্যময় এক পোস্ট করেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।
তিন সেকেন্ডের ওই ভিডিও'র ক্যাপশনে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘তার ছায়া দেখে আপনি কোনো বোলারকে চিনতে পারবেন না। ছায়াটা দেখুন।’ এরপর পোস্টে তাদের ক্যাপশন, ‘বাঘ যখন হাটে, জঙ্গল বোঝে।’
ওই পোস্টের পর বাঘের ইমোজি ক্যাপশনও আছে। সেখানে সাকিবের নামও আছে।
এদিকে পোস্টটির ৩ ঘণ্টা না পেরোতেই প্রায় সাড়ে ৩ হাজার রি-অ্যাকশন পড়েছে। পাঁচ শতাধিকের বেশি ব্যবহারকারী মন্তব্যও করেছেন। ১৭০ জন ভিডিওটি শেয়ার করেছেন।
সানফ্রানসিস্কো ইউনিকর্নসের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে সাকিবের দল। শনিবার (১৩ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মরিসভিলের চার্চ স্ট্রিট পার্কে ম্যাচটি শুরু হবে।
এখন পর্যন্ত ৩ ম্যাচে ৭ ওভার বোলিং করেছেন সাকিব। ১১ দশমিক ৭১ ইকোনমিতে ৮২ রান খরচায় মাত্র ১ উইকেট শিকার করেছেন তিনি। অন্যদিকে ১৩০ দশমিক ৪৩ স্ট্রাইকরেটে ৬০ রান করেছেন।
মন্তব্য করুন