ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

কোপার ফাইনালে আর্জেন্টিনা-কলম্বিয়ার একাদশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৫ জুলাই ২০২৪ , ০৬:৩৬ এএম


loading/img
ছবি- সংগৃহীত

আর কিছুক্ষণের অপেক্ষা! এরপরই শুরু হচ্ছে কোপা আমেরিকার বহুল কাঙ্ক্ষিত ফাইনাল। ইতোমধ্যেই একাদশ প্রকাশ করেছে দুই ফাইনালিস্ট। 

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। দুই দলই অপরাজিত থেকেই ফাইনালে পা রেখেছে।

৪-৪-২ ফরমেশনে একাদশ সাজিয়েছে মেসিরা। এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে মন্টিয়েল, রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ এবং নিকোলাস ত্যাগলিয়াফিকো ডিফেন্স সামলাবেন। 

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ম্যাচ খেলা ডি মারিয়ার সঙ্গে ডি পল, এনজো ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টাররা মাঝমাঠে আছেন। আক্রমণভাগে মেসির সঙ্গে জুলিয়ান আলভারেজ।

এদিকে ৪-২-৩-১ ফরমেশনে সাজানো হয়েছে কলম্বিয়ার একাদশ। 

গোলরক্ষক ক্যামিলো ভার্গাসের সঙ্গে জোহান মোজিকা, ডেভিনসন সানচেজ, কার্লোস কুয়েস্তা এবং সান্তিয়াগো আরিয়াস ডিফেন্ডে রয়েছেন। 

বিজ্ঞাপন

রিওস, জেফারসন লারমা, জন আরিয়াস, লুইজ দিয়াজ এবং হামেস রদ্রিগেজ মধ্যমাঠে রয়েছেন। আর স্ট্রাইকে জন কর্ডোবা।

আর্জেন্টিনা একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, মন্টিয়েল, রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ত্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ এবং লিওনেল মেসি।

কলম্বিয়া একাদশ : ক্যামিলো ভার্গাস, জোহান মোজিকা, ডেভিনসন সানচেজ, কার্লোস কুয়েস্তা, সান্তিয়াগো আরিয়াস, রিওস, জেফারসন লারমা, জন আরিয়াস, লুইজ দিয়াজ, হামেস রদ্রিগেজ এবং জন কর্ডোবা।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |