ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

ইউরো সেরা একাদশে স্প্যানিশদের আধিপত্য

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৭ জুলাই ২০২৪ , ১১:২৪ এএম


loading/img
ছবি- সংগৃহীত

ইউরোর সেরা একাদশ প্রকাশ করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-উয়েফা। সেরা এই একাদশে ছয়জনই রয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলা দল স্পেন থেকে।

বিজ্ঞাপন

৪-৩-৩ ফরমেশনে সাজানো একাদশে আক্রমণভাগে রয়েছেন স্পেনের ১৭ বছর বয়সী লামিনে ইয়ামাল, ২২ বছর বয়সী নিকো উইলিয়ামস ও ২১ বছর বয়সী জার্মানির জামাল মুসিয়ালা।

সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতা ইয়ামাল ১ গোলের পাশাপাশি ৪ অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে নিকোর পা থেকে এসেছে ২ গোল ও ১ অ্যাসিস্ট। যৌথভাবে আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতেন ৩ গোল করা মুসিয়ালা।

বিজ্ঞাপন

সেরা একাদশের মিডফিল্ড সামাল দিতে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী রদ্রির সঙ্গে আছেন দানি ওলমো ও ফাবিয়ান রুইস। ৩ গোল ও ২ অ্যাসিস্ট করেন ওলমো। রুইজের পা থেকে এসেছে ২ গোল ও ২ অ্যাসিস্ট।  

রক্ষণভাগে স্পেনের একমাত্র প্রতিনিধি মার্ক কুকুরেয়া। কাইল ওয়াকার, উইলিয়াম সালিবা, মানুয়েল আকাঞ্জিরাও আছেন রক্ষণভাগে। গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন ফ্রান্সের মাইক মেনিয়ঁ।

ইউরোর সেরা একাদশ : মাইক মেনিয়ঁ (ফ্রান্স); কাইল ওয়াকার (ইংল্যান্ড), উইলিয়াম সালিবা (ফ্রান্স), মানুয়েল আকাঞ্জি (সুইজারল্যান্ড), মার্ক কুকুরেয়া (স্পেন); রদ্রি (স্পেন), দানি ওলমো (স্পেন), ফাবিয়ান রুইজ (স্পেন); লামিন ইয়ামাল (স্পেন), জামাল মুসিয়ালা (জার্মানি), নিকো উইলিয়ামস (স্পেন)।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |