আইসিসি থেকে সুখবর পেলেন জ্যোতি
সদ্য শেষ হওয়া নারী বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। দল ব্যর্থ হলেও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে ছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। যার ফলে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার।
মঙ্গলবার (৩০ জুলাই) প্রকাশিত নারী ক্রিকেটারদের র্যাঙ্কিং হালনাগাদে দেখা যায় তিন ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন জ্যোতি। তিনি ছাড়া উন্নতি হয়েছে স্বর্ণা আক্তারেরও। ১০ ধাপ এগিয়ে ৯৫ নম্বরে উঠে এসেছেন তিনি।
এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে ৩৭ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জ্যোতি। শ্রীলঙ্কার বিপক্ষে ৫৯ বলে ৪৮ ও ভারতের বিপক্ষে করেন ৫১ বলে ৩২। মালয়েশিয়ার বিপক্ষে জিতলেও ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে দল হেরে যায়। কাজে আসেনি জ্যোতির রান।
মেয়েদের র্যাঙ্কিংয়ে আগের মতই শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। শ্রীলঙ্কাকে এশিয়া কাপ জেতাতে বড় ভূমিকা রাখা চামারি আতাপাত্তু তিন ধাপ এগিয়ে আছেন ছয় নম্বরে। ভারতের স্মৃতি মান্ধানা এক ধাপ এগিয়ে আছেন চারে।
বোলারদের র্যাঙ্কিংয়ে কোন সুখবর নেই বাংলাদেশের। পাঁচ ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নাহিদা আক্তার, চার ধাপ পিছিয়ে দশে রাবেয়া খান।
মন্তব্য করুন