ঢাকারোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

প্যারিস অলিম্পিক

রবিউলের পর ব্যর্থ হলেন আর্চার সাগরও

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ৩১ জুলাই ২০২৪ , ০৭:০০ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করেছেন পাঁচ বাংলাদেশি ক্রীড়াবিদ। তবে বাংলাদেশের আশা-ভরসার কেন্দ্রে ছিলেন আর্চার সাগর ইসলাম ও শুটার রবিউল। তবে দ্বিতীয় দিনেই বাছাই পর্ব থেকে বিদায় নেন রবিউল। তাই সবার চোখ ছিল সাগরের দিকে। কারণ, পাঁচ ক্রীড়াবিদের মধ্যে নিজের যোগ্যতায় প্যারিসের বিমানে উঠেছিলেন কেবল তিনি।

বিজ্ঞাপন

তবে রবিউলের মতো ব্যর্থতার গল্প লিখে বিদায় নিয়েছেন সাগর ইসলাম। বুধবার (৩১ জুলাই) ইনভলিডসে রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে ১/৩২ স্টেজে ইতালিয়ান আর্চার মারিও নেসপোলির কাছে হেরেছেন বাংলাদেশি আর্চার সাগর ইসলাম। 

পুরুষ ব্যক্তিগত ইভেন্ট পাঁচ সেটের হলেও সাগর প্রথম তিন সেট হারায় ৬-০ সেট পয়েন্টে হারেন। বাকি দুই সেট আর খেলা হয়নি। 
ইতালিয়ান মারিও টোকিও অলিম্পিকে রৌপ্যজয়ী। প্রথম সেটেই তার জাত চিনিয়েছেন। তিনটি তীরই দশ স্কোর করেছেন। সেখানে সাগরের স্কোর ৮, ৯ এবং ১০। 

বিজ্ঞাপন

দ্বিতীয় সেটে মারিও একটু খারাপ করেন। তিনি ৩ শটে ২৭ করেন। সাগর করেন ২৬। প্রথম দুই শটে দুই জনের সমান ১৭ ছিল। শেষ শটে সাগর ৯ আর নেসপোলি ১০ করলে দ্বিতীয় সেটেও হারেন সাগর।

ম্যাচে টিকে থাকতে তৃতীয় সেটে পয়েন্টের বিকল্প ছিল না বাংলাদেশের আর্চারের। তৃতীয় সেটে অলিম্পিকে পদকজয়ী আর্চার তেমন সুযোগ দেননি। ৯,৯ ও ১০ করে ২৯ নেন। সাগর ২৫ করলে বাংলাদেশের এই ক্রীড়া অলিম্পিক পথচলা শেষ হয়। 

এর আগে রোববার ফ্রান্সের সাতেউরো শুটিং কমপ্লেক্সে ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নিয়েছিলেন রবিউল ইসলাম। যেখানে ৪৯ জনের মধ্যে ৪৩তম হয়েছেন তিনি। এতে রবিউলের প্যারিসের পথচলা শেষ হয়েছে বাছাইতেই।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |