• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ভুটান গেলেন চার নারী ফুটবলার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ আগস্ট ২০২৪, ১২:৫৯
বাংলাদেশ
ছবি- সংগৃহীত

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অধীনে প্রথমবার মাঠে গড়াতে নারী চ্যাম্পিয়ন্স লিগের আসর। টুর্নামেন্টটির প্রথম আসরে জায়গা পায়নি কোনো বাংলাদেশি ক্লাব। তারপরও টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন বাংলাদেশের চার ফুটবলার।

এই টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসি অংশগ্রহণ করছে। আর এই দলের হয়েই মাঠে নামবে বাংলাদেশের চার নারী ফুটবলার সাবিনা খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও ঋতুপর্না চাকমা। এই চার ফুটবলারের সঙ্গে ৩ সপ্তাহের চুক্তি করেছে ক্লাবটি।

টুর্নামেন্টটিতে অংশ নিতে সোমবার (১২ আগস্ট) দেশ ছেড়েছেন সাবিনা-মারিয়ারা। ভুটানের এই ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে খেলবে ‘ডি’ গ্রুপে। প্রতিপক্ষ ইরানের বাম খাতুন ফুটবল ক্লাব ও হংকংয়ের কিচে স্পোর্টস ক্লাব। গ্রুপ পর্বের ২ ম্যাচ ২৫ এবং ২৮ আগস্ট।

ভুটানের ক্লাবটি ওই চার ফুটবলারকে চাওয়ার পর প্রথমে ছাড়পত্র দিতে চায়নি বাফুফে। কারণ, অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ। ভুটানের ক্লাবটি এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। বাংলাদেশের মেয়েদের নতুন অভিজ্ঞতা হবে, সে চিন্তা থেকেই পরে অনুমতি দেওয়া হয়েছে।


মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে মধ্যরাতে বজ্রসহ শীলাবৃষ্টি
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অর্ধশতাধিক
মা-ছেলে হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
সিলেট সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ