ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বিমল আর নেই 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ০৩:৪০ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য ছিলেন বিমল কর। তবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার। 

বিজ্ঞাপন

তিনি বেশ কিছুদিন ধরেই বার্ধক্য ও নানা রোগ জটিলতায় ভুগছিলেন।  ১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে ভারতের বিভিন্ন প্রদেশে ম্যাচ খেলে মুক্তিযুদ্ধে ফান্ড বৃদ্ধিতে সহায়তা করেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে ভিক্টোরিয়ার হয়ে খেলেন। 

এরপর নিজ জেলা চট্টগ্রামে ফিরে চট্টগ্রাম মোহামেডানে খেলেন। চট্টগ্রাম মোহামেডান, চট্টগ্রামের ফুটবল রেফারিজসহ জেলার ক্রীড়াঙ্গনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এই বয়সেও। তবে গত বছর চারেক সন্তানদের সঙ্গে ঢাকাতেই থেকেছেন। 

বিজ্ঞাপন

বিমল করের মৃত্যুতে বাফুফে শোক প্রকাশ করেছে। শোকের ছায়া নেমেছে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে। মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

আরটিভি/এসআর


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |