• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বিমল আর নেই 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪০
বিমল
ছবি- সংগৃহীত

স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য ছিলেন বিমল কর। তবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।

তিনি বেশ কিছুদিন ধরেই বার্ধক্য ও নানা রোগ জটিলতায় ভুগছিলেন। ১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে ভারতের বিভিন্ন প্রদেশে ম্যাচ খেলে মুক্তিযুদ্ধে ফান্ড বৃদ্ধিতে সহায়তা করেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে ভিক্টোরিয়ার হয়ে খেলেন।

এরপর নিজ জেলা চট্টগ্রামে ফিরে চট্টগ্রাম মোহামেডানে খেলেন। চট্টগ্রাম মোহামেডান, চট্টগ্রামের ফুটবল রেফারিজসহ জেলার ক্রীড়াঙ্গনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এই বয়সেও। তবে গত বছর চারেক সন্তানদের সঙ্গে ঢাকাতেই থেকেছেন।

বিমল করের মৃত্যুতে বাফুফে শোক প্রকাশ করেছে। শোকের ছায়া নেমেছে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে। মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরটিভি/এসআর


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
বছরে ৪টি বোনাসসহ চাকরি দেবে অ্যারিস্টোফার্মা
বাংলাদেশকে ১১৮ রানের লক্ষ্য দিলো ভারত
স্বাধীনতার পর থেকে সব ধর্মের মানুষ বাড়াবাড়ির শিকার হয়েছে: জামায়াত আমির