• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

হৃদয়-সাকিবদের নিয়ে ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২৪, ১৭:৪০
বাংলাদেশ
ছবি- বিসিবি

চলতি মাসের ১৮ তারিখ ওমানে পর্দা উঠবে পুরুষ টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন পারভেজ হোসেন ইমন।

রোববার (১৩ অক্টোবর) এই স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই স্কোয়াডে রাখা হয়েছে বেশি কয়েকজন জাতীয় দলের ক্রিকেটারকে।

সেই তালিকায় রয়েছেন তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, জাকের আলি অনিকদের মতো জাতীয় দলের খেলোয়াড়রা। এ ছাড়া তরুণ খেলোয়াড় হিসেবে দলে আছেন জিসান আলম, অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি এবং ওয়াসি সিদ্দিকরা।

আগামী ১৯ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। পরে ২১ অক্টোবর আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ।

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড:

পারভেজ হোসেন ইমন (অধিনায়ক), জিসান আলম, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি, আকবর আলি, জাকের আলি অনিক, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, ওয়াসি সিদ্দিক, আলিস আল ইসলাম, রেজাউর রহমান রাজা ও রিপন মন্ডল।

আরটিভি/ এমএসআর


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিবের বিরুদ্ধে বিসিবি সভাপতির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ
পিএসএলের ড্রাফটে সাকিব-মোস্তাফিজসহ ৩০ বাংলাদেশি
চার মাসে ম্যাজিকাল কিছু করা যাবে না: বিসিবি সভাপতি
বিপিএলে ধারাভাষ্য দিলেন বিসিবি সভাপতি